“যারা মানুষের জন্য রাজনীতি করে মানুষ তাদের মহৎ ভাবে। তারা যেই দল-ই করুক তারা মহৎ মানুষ। যারা নিজের জন্য রাজনীতি করে তারা একেক সময়ে একেক রূপ ধারণ করে, মুখোশ বদলায়।”
এভাবেই নিজ দলের নেতাদের বিরুদ্ধে বিষেধাগার প্রকাশ করে আওয়ামী লীগ নেতা এবং নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওস বক্তব্য প্রদান করেন ।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৭নং ওয়ার্ডের প্রয়াত কাউন্সিলর আলী হোসেন আলার স্মরণে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি একথা বলেন।
তিনি নিজ দলের নেতাদের ইংগিত করে বলেন, আজকাল এমন কিছু ঘটনা ঘটছে যা আমার ও আমাদের জন্য লজ্জার। আমার দলের একজন সাবেক প্রতিমন্ত্রী যা ঘটিয়েছে যা লজ্জার। আজকে আমরা সবাই মনুষ্যত্ব হারিয়ে ফেলছি এবং অনেকেই ভাবছে ক্ষমতা চিরস্থায়ী। অনেকেই দেখতাছি অহংকার-দম্ভ দেখাচ্ছেন। কিন্তু কোনো কিছুই চিরস্থায়ী না। অনেকেই ছোট ছোট জায়গায় থেকে বড় বড় কথা বলেন। বেশীদিন টিকবেন না। আল্লার ধৈর্যশীলকে পছন্দ করেন।
কান্নাজড়িত কণ্ঠে প্রয়াত কাউন্সিলর আলার স্মরণে শামীম ওসমান বলেন, প্রায় ৩০/৪০ বছর ধরে আমার সাথে সম্পর্ক। ডিএনডিতে পানি জমলে পাগলের মত হয়ে যেত। একটু পর পর ফোন ভাই পানি জমে আছে। দ্রুত সরাতে হবে। করোনার সময়ে পাগলের মত হয়ে গেল মানুষের জন্য কিছু করতে গিয়ে। অহংকার ছিল না ওর মাঝে। এখন ওর জন্যে আমাদের দোয়া করা ছাড়া কিছু করার নেই। ওর জন্য দোয়া সবাই দোয়া করেন আল্লাহ যেন ওকে বেহশত নসিব করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, নাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি প্রমুখ।









Discussion about this post