নানা চড়াই উৎরাই মেষে এবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে মেয়র পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক এমপি মুহাম্মদ গিয়াস উদ্দিন।
রোববার (১২ ডিসেম্বর) দুপুরে তার পক্ষ থেকে জেলা নির্বাচন অফিস থেকে আকারাম হোসেন খান ও মাজেদুল ইসলাম এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এর আগে গত ৫ ডিসেম্বর মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল ও সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন।
এদিকে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা নারায়ণগঞ্জ বিএনপি নেতা এডভোকেট তৈমূর আলম খন্দকার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) নির্বাচনে মেয়র পদে লড়াই করতে ইচ্ছে পোষন করেছেন ।
তবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) নির্বাচন প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছিলেন, বর্তমান সরকারের অধীনে দলীয়ভাবে কোনো নির্বাচনেই অংশ নেবে না বিএনপি ।









Discussion about this post