নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিনা হায়াৎ আইভী তাঁর মায়ের কথা স্মরণ করতে গিয়ে কেঁদেছেন সকলের সামনে। তিনি বলেছেন, বিগত দিনে আমি মায়ের দোয়া নিয়ে ও অনুমতি সাপেক্ষেই নির্বাচন করেছিলাম। এবার আমার মা নাই। আমার মায়ের কথা মনে হলেই আমি নিজেকে ঠিক রাখতে পারি না। আমার মা যখন বেঁচে ছিলেন প্রত্যেক নির্বাচনে তিনি সক্রিয় ছিলেন। নিজের হাতে চা বানিয়ে খাইয়েছেন। আজ মা নাই তাই আমি আপনাদের সন্তান, বোন, মেয়ে হিসেবে দোয়া চাচ্ছি। মায়ের স্মৃতি মনে করেিআবেগে আপ্লুত হয়ে পরেন চিকিৎসক ষেলিনা হায়াৎ আইভী ।
শনিবার (১৮ ডিসেম্বর) বিকালে দেওভোগবাসীর সাথে মতবিনিময় সভায় উপস্থিত হয়ে তিনি নিজের মায়ের স্মৃতি মনে করে বক্তব্য প্রদানকালে কেঁদে কাছে দোয়া প্রার্থনা করে। আলী আহমেদ চুনকা ফাউন্ডেশনের আয়োজনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন। চিকিৎসক ও আওয়ামীলীগ নেতা সেলিনা হায়াৎ আইভীর কান্নায় উপস্থিত সকলেই নিজেদের চোখের পানি ধরে রাখতে পারেন নাই। উপস্থিত সকলকেই চোখ মুছতে দেখতে দেখা গেছে ।
সেলিনা হায়াত আইভী বলেছেন, আমরা কঠিন সময় পার করে এসেছি। এবার যে কঠিন হবে না তা নয়। এত বেশি ষড়যন্ত্র হচ্ছে যে আওয়ামী লীগ অফিসের বক্তব্য কাট করে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। বিভিন্ন সময় আমাকে নিয়ে প্রপাগান্ডা চালানো হচ্ছে মিডিয়ার মাধ্যমে। আমাকে নিয়ে কথা বলা শুরু হয়ে গেছে। আমার কথা গুলোকে বিকৃতি করে আঘাত করার চেষ্টা করছে। ধর্মীয় অনূভুতিকে আঘাত করার জন্য একটা গ্রুপ উঠেপড়ে লেগেছে। মিডিয়াকে ব্যবহার করে কতিপয় কিছু ব্যক্তিরা ধর্মীয় অনূভুতিকে আঘাতের জন্য বিভিন্ন ভাবে আমার বিরুদ্ধে বলার চেষ্টা করছে। সামনে আরও বলবে।
সদ্য সাবেক মেয়র ও চিকিৎসক আইভী আরো বলেন, নির্বাচন যে করুক না কেনো আমাকে তার সাথে নির্বাচন করতে হবে। যদি বলি হালকা তাহলে আমার অবকাশ নাই। নির্বাচনকে সিরিয়াসলি নিতে হবে। আমাদের সর্তক থাকতে হবে আমরা যেনো নির্বাচনি আচরণবিধি লঙ্গন না করি। আপনারা জানেন সরকারি দলে যে থাকে তার একটু বদনাম থাকে। ২৯ তারিখ পর্যন্ত আপনারা নৌকার শ্রোগান দিবেন না। ষড়যন্ত্র টা যেহেতু একটু গভীর আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেনো আপনাদের নিয়ে কাজ করতে পারি ।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র হাজী ওবায়েদ উল্লাহ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাদির, সাবেক পিপি আসাদুজ্জামান আসাদ, জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক জাহাঙ্গীর আলম, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আহসান হাবীব, জিএম আরমান, ১৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনা সরদারসহ এরা অনেক মুরুব্বীগণ উপস্থিত হয়ে মত বিনিময় সভায় নিজেদের সরব উপস্থিতি জানান দেন।









Discussion about this post