নারায়ণগঞ্জে ট্রেন-বাস সংঘর্ষের ঘটনায় পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। সেই সঙ্গে নিহতদের প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা এবং আহতদের ১০ হাজার টাকা করে দেওয়া ঘোষণা দেওয়া হয়েছে।
রোববার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ৮ টায় ঘটনাস্থল পরিদর্শন করে এ ঘোষণা দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। এসময় তার সঙ্গে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের ৫ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসাম্মৎ রহিমা আক্তারকে। তার সঙ্গে পুলিশের এডিশনাল এসপি, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একজন, বিআরটি এবং রেলওয়ের একজন রয়েছেন। তাদের পরবর্তী কার্যদিবসের মধ্যেই তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলাম। এ ঘটনায় আমরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসাম্মৎ রহিমা আক্তারের নেতৃত্বে ৫ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছি। সেইসঙ্গে নিহত তিনজনের পরিবারকে ২৫ হাজার এবং আহত ১০ জনকে ১০ হাজার টাকা কলে অনুদানের ঘোষণা দিয়েছি। তদন্ত কমিটির রিপোর্ট পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসাম্মৎ রহিমা আক্তার বলেন, ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২৭ ডিসেম্বর) থেকেই কার্যক্রম শুরু করবো।
এর আগে সন্ধ্যা ৬ টায় নারায়ণগঞ্জের এক নম্বর রেলগেইট এলাকা আনন্দ পরিবহনের একটি বাসের সঙ্গে ট্রেনের ধাক্কা লাগে। এতে দুমড়ে-মুচড়ে যায় বাসটি। ঘটনাস্থলেই নিহত হন দুইজন। এসময় আহত সাত বছরের ওই শিশুকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৮টার দিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত হয়েছেন নয়জন।









Discussion about this post