নারায়ণগঞ্জের আড়াইহাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় এক ব্যাংক কর্মকর্তাকে কুপিয়ে আহত করেছেন ডাকাত দলের সদস্যরা।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দিনগত রাতে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের দিঘলদী শাখায় এ ঘটনা ঘটে।
ব্যাংকের ম্যানেজার সামসুল ইসলাম বলেন, ‘রাত দেড়টার দিকে সাত থেকে ১০ জন মুখোশ পরিহিত ডাকাতদল কেচি গেট ভেঙে ব্যাংকে ঢোকে। তারা ব্যাংকের ১১ জন কর্মকর্তা-কর্মচারীদের হাত-পা বেঁধে নগদ আট হাজার টাকা ও নয়টি দামি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গেছেন। এসময় ডাকাতদের বাধা দিতে গেলে কর্মকর্তা দীপক চন্দ্র সাহাকে কুপিয়ে আহত করা হয়। তাকে ভুলতা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।’
এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা বলেন, গ্রামীণ ব্যাংকের একটি শাখায় ডাকাতির ঘটনা ঘটেছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।









Discussion about this post