সত্য বলবেন আঘাত আসবে। আর যদি সত্য বলতে না পারেন তাহলে মিথ্যা বইলেন না। অনেক ধাক্কা আসবে, অনেক বড় বড় ঝড় আসবে সেই ঝড় এসে কানে কানে বলবে দাড়াতে পারবে না। তখন বলতে হবে শেখ হাসিনার মতো আমি নিজেই ঝড়। আমাকে আটকানোর ক্ষমতা কারো নাই। এভাবেই মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদ্স্য ও আওয়ামীলীগ নেতা শামীম ওসমান ।
বুধবার (৫ জানুয়ারি) শহরের পুরােতন কোর্ট এলাকার শায়েস্তা খান রোডে অবস্থিত জেলা গ্রনগন্থাগারে নারায়নগঞ্জ টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিরিন এ কথা জানান।
তিনি বলেন, অনেক কিছুই দেখছি, অনেক কিছু শুনছি। অনেক কিছু বলার আছে, সময় হলে বলবো বলে জানালেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ সদস্য শামীম ওসমান।
নারায়নগঞ্জ টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির সভাপতি আনিসুর রহমান জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম.এ. মান্নান।
আরও উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ-৩ আসনের এমপি লিয়াকত হোসেন খোকা, নারায়নগঞ্জ-২ আসনের এমপি নজরুল ইসলাম বাবু, জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, বিকেএমইএ’র সাবেক পরিচালক মাসুদুজ্জামান, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি আহসান সাদিক শাওন, যুগ্ম সম্পাদক আজমীর ইসলাম, কোষাধ্যক্ষ হাসান উল রাকিব, কার্যকরী সদস্য দিলীপ কুমার মন্ডল, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শ্যামলসহ প্রমুখ।









Discussion about this post