শেখ হাসিনার দেয়া নৌকা প্রতীকের পক্ষে কোন কাজ না করে বিতর্কিত কর্মকান্ড করায় এবং ১৬ জানুয়ারী অনুষ্ঠিত সিটি কর্পোরেশন নির্বাচনে ছাত্রলীগের মহানগর নেতাদের তেমন কোন প্রচারণায় বারবার ডেকেও না পাওয়ায় ছাত্রলীগের এই কমিটিকে বিলুপ্ত কার হয়েছে । মাঝে একদিন প্রচারণা করলেও আর দেখা যায়নি। মহানগর বিলুপ্ত করলেও জেলা কমিটি বলবৎ রয়েছে।
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। ৮ জানুয়ারী কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সেক্রেটারী লেখক ভট্টাচার্য সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে কমিটি বিলুপ্তের পেছনে ‘মেয়াদোত্তীর্ণ’ উল্লেখ করা হয়েছে।
২০১৮ সালের ১০ মে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি অনুমোদনের কথা জানানো হয়। এতে জেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে আজিজুর রহমান আজিজ ও সাধারণ সম্পাদক হিসেবে আশরাফুল ইসমাইল রাফেলকে দায়িত্ব দেয়া হয়। একই সাথে মহানগর ছাত্রলীগের সভাপতি হিসেবে আহবায়ক পদে থাকা হাবিবুর রহমান রিয়াদ ও সাধারণ সম্পাদক হিসেবে যুগ্ম আহবায়কের দায়িত্বে থাকা হাসনাত রহমান বিন্দুকে দায়িত্ব দেয়া হয়।









Discussion about this post