নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ এলাকায় একটি ককশিটের গোডাউনে আগুন লেগেছে। বুধবার (১২ জানুয়ারি) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা যাচ্ছে না।
স্থানীয়রা জানায়, আগুন লাগার পর আশপাশের এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। আতঙ্কে নিরাপদ স্থানে সরে গিয়েছেন গোডাউনের পাশের কয়েক ঘরের বাসিন্দা।









Discussion about this post