নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় জেলা প্রশাসকের বাসভবন সংলগ্ন সড়ক থেকে বৃহস্পতিবার ১৩ জানুয়ারী সকালে রাশেদুল (৩০) বছর বয়সী যুবকের লাশ উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ।
পরে নিহতের লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সদর মডলে থানার পরিদর্শক তদন্ত আজিজ হালদার জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে রাশেদুল নামক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত যুবকের শরীরের বিভিন্ন স্থানে একাধিক ছুরিকাঘাতের চিহৃ পাওয়া গেছে।
ধারণা করা হচ্ছে মৃত্যু নিশ্চিত করার জন্য এতগুলো ছুরিকাঘাত করা হয়েছে। নিহত রাশেদুলের পূর্ণ পরিচয় জানার চেষ্টা চলছে । হত্যাকারীদের চিহ্নিত করার জন্য পুলিশ মাঠে কাজ করছে।









Discussion about this post