ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় আবু সুফিয়ান (৩৫) নামে এক যুবককে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বনভোজনের একটি বাসের চালক ও হেলপারসহ ২০-২৫ জন যাত্রী মিলে পিটুনী শেষে গলায় পা দিয়ে চেপে ধরে শ্বাসরোধে হত্যা করে।
বুধবার রাত সড়ে ১০ টায় দিকে সানারপাড় পিডিকে পেট্রোল পাম্পের সামনে ঘটনাটি ঘটে।
নিহত আবু সুফিয়ান নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া এলাকার মৃত আহাম্মদ আলীর ছেলে। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুওে আবু সুফিয়ানের চাচা মোঃ জজ মিয়া বাদী হয়ে গাড়ীর ওই বাসের চালক ও হেলপারসহ ২০-২৫ জন যাত্রীকে আসামী করে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, আবু সুফিয়ান ও তার বন্ধু অনিক সরকার হৃদয় গত বুধবার রাত সাড়ে ১০ টায় একটি মোটর সাইকেল যোগে সাইনবোর্ড থেকে নিজ বাসায় ফেরার ফিরছিলেন। এ সময় তারা পিডিকে পেট্রোল পাম্পের সামনে পৌঁছলে বনভোজনের একটি বাস তাদের মোটর সাইকেলটিকে চাপ দেয়।
পরবর্তীতে মোটর সাইকেল যোগে বাসটিকে থামালে বাসের চালক, হেলপার ও বনভোজনের ২০-২৫ জন যাত্রী বাস থেকে মেনে আবু সুফিয়ানকে কিল ঘুষি ও লাথি মেরে জখম করার পাশাপাশি তাকে পা দিয়ে গলা চেপে ধরে শ্বাসরোধ করে। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। হাইওয়ে পুলিশ ওই বাসটিকে আটক করে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোঃ মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, খুনের ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় মামলা নেয়া হয়েছে। আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।









Discussion about this post