‘এই নারায়ণগঞ্জে উন্নয়নের মহাযজ্ঞ চলছে। এইটা অস্বীকার করার সুযোগ নেই। যানজট নিরসনে কাজ করবো। পুরো শহরকে সিসি ক্যামেরার আওতায় আওতায় আনা যায় কিনা, ফুটপাত মুক্ত করতে কী কী কাজ করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করবো। প্রশাসন, পুলিশ, বিজিবি, আর্মি সব করতে পারে না। সবাই মিলে একসাথে কাজ করলে সকল সমস্যা সমাধান সম্ভ। সকলে মিলে কাজ করতে চাই। দেশ আগাচ্ছে, আমরাও আগাচ্ছি। মুখে এক কথা আর কাজে ভিন্নতার সময় শেষ। আমি যেগুলো বলেছি, বুঝে শুনেই বলেছি। আমার মুখে যা কাজেও তাই পাবেন।’
নারায়ণগঞ্জে নবাগত জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এমন মন্তব্য করেছেন ।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকাল ১০ টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার উপ-পরিচালক (উপসচিব) ফাতেমা তুল জান্নাত, অতিরিক্ত জেলা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, মোসাম্মৎ রহিমা আক্তার, জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইমতিয়াজ এবং নারায়নাগঞ্জ জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
নতুন ডিসি ১৭ জানুয়ারী ২০২২ সালে নারায়গঞ্জ এর জেলা প্রসাশক হিসেবে যোগদান করেন। মূলত জেলার সার্বিক অবস্থা এবং নানা সমস্যা জানতে, সাংবাদিকদের সাথে পরিচিত হতে এবং তাদের নানান প্রস্তাব শুনতেই এই সভার আয়োজন করেন জেলা প্রশাসক।
সাংবাদিকতা কে মহৎ পেশা হিসেবে উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, “সাংবাদিকরা সবসময় সত্যের চর্চা করেন। যে কোন প্রশাসনিক কাজ সহজ হয় তখনই যখন সাংবাদিকদের বাস্তব সম্মত সমালোচনা সহ্য করার ক্ষমতা মানুষের মধ্যে তৈরি হয়।“
তিনি আরও বলেন,“সব কাজ আমি করে ফেলবো এই অথরিটি আমার নাই। সব সমস্যা একদিনে সমাধান হবেও না। তবে উদ্যোগ নিতে পারবো। প্রয়োজনে মন্ত্রণালয়ে, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি পর্যন্ত জানাবো।’ যদি বিসিএস দিয়ে চাকরি না পেতাম তাহলে আমি সাংবাদিকতাই করতাম আমার স্বপ্নের পেশা এটা। আপনাদের কাজ আসলেই অনেক সুন্দর। “
সভায় সবাইকে সাথে নিয়েই কাজ করতে চেয়েছেন নতুন ডিসি। তিনি বলেন,”সবাইকে সাথে নিয়ে যদি উদ্যোগ নেয়া যায় তাহলেই জনস্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে ।“ করোনা প্রেক্ষাপটে মসজিদের ইমাম দের টিকা নিতে সচেতন করা এবং তাদের মাধ্যমে জন সাধারণকে তাদের খুৎবার মাধ্যমে সচেতন করতে বলা হবে। কওমি মাদ্রাসা এবং হাফেজিয়া মাদ্রাসায় টিকা এবং সাস্থ্যবিধি মানাতে সমর্থ হবে বলে আশা প্রকাশ করেন। ওয়ার্ড কমিটি এবং কাউন্সিলরদের মাধ্যমে প্রশাসনিক উপায়েই স্বাস্থ্যবিধি মানার বিষয়টি তদারকি করা হবে বলেও জানান মঞ্জুরুল হাফিজ। বাণিজ্য মেলায় সামাজিক দূরত্ব না মানাতে পারলেও মাস্ক পরা ৯৯% নিশ্চিত করা সম্ভব হয়েছে।
সভায় সাংবাদিক দের নানা প্রস্তাব শুনে সেই অনুসারে কাজ করার চেষ্টা করে নারায়গঞ্জকে আরও সুন্দর জেলা হিসেবে গড়ে তুলতে কাজ করবেন নতুন জেলা প্রশাসক।









Discussion about this post