নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার ব্রাহ্মণপাড়া এলাকায় মজা খাওয়ার প্রলোভন দেখিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
রোববার (৬ ফেব্রুয়ারি) এ ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে সাকেল (২২) নামে এক যুবকের বিরুদ্ধে থানায় ধর্ষণের অভিযোগ করেছেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান এ ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। অভিযুক্ত সাকেল (২২) মৃত ইমরান হোসেনের ছেলে। তিনি আড়াইহাজার পৌরসভার ব্রাহ্মণপাড়া এলাকায় বসবাস করেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, ধর্ষণের অভিযোগ পেয়েছি। শিশুটিকে মেডিকেল পরীক্ষা নিরিক্ষা জন্য হাসপাতালে পাঠিয়েছি। আর অভিযুক্ত আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে ।








Discussion about this post