নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে দেশীয় অস্ত্রসহ ছিনতাই চক্রের সাত সদস্যকে আটক করেছে র্যাব।
সোমবার (৭ ফেব্রুয়ারী) রাতে সিদ্ধিরগঞ্জের রসুলবাগ ক্যানেল এলাকা থেকে তাদের আটক করা হয়।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারী) বিকালে র্যাব-১১ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটককৃতরা হলেন- সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকার মৃত আব্দুল ছাত্তারের ছেলে মো. রিপন (৩১), রসুলবাগ এলাকার মো. সেলিমের ছেলে মো. রিয়াজ (৩০), মৌচাক এলাকার মো. মহাসিনের ছেলে মো. নুর ইসলাম (২৭), আজিবপুর হাউজিং এলাকার মৃত স্বপন মিয়ার ছেলে মো. শরিফ (২২), কানাপট্টি এলাকার মো. দয়াল গাজীর ছেলে মো. আল আমিন (২১), মুক্তিনগর এলাকার মো. আলম হোসেনের ছেলে মো. আসিফ (১৮) এবং মুক্তিনগর এলাকার মো. শফিকুল ইসলামের ছেলে মো. সোহান শেখ (১৮)।
আটকের সময় তাদের কাছ থেকে তিনটি সুইচ গিয়ার চাকু, দুটি জিআই পাইপ এবং সাতটি মোবাইল জব্দ করে র্যাব।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার রিজওয়ান সাঈদ জিকু জানান, আটককৃতরা ছিনতাই ও চাঁদাবাজির উদ্দেশ্যে রসুলবাগ ক্যানেল এলাকায় অবস্থান করেছিল। তারা নারায়ণগঞ্জসহ আশপাশের এলাকায় দলবদ্ধ হয়ে ভয়ভীতি ও ত্রাস সৃষ্টি করে চাঁদা আদায়, ছিনতাই ও বিশৃঙ্খলা সৃষ্টি করত।
এমন অভিযানের ঘটনায় নারায়ণগঞ্জ মহানগরীতে অনেকেই র্যাবকে সাধুবাদ জানিয়ে বলেন, সিদ্ধিরগঞ্জে এমন অভিযানের পাশাপাশি শহরের ছিনতাইকারীদের আখড়া হিসেবে পরিচিত মন্ডলপাড়া, ডিআইডি, ২নং রেল গেইট, ১ নং রেল গেইট, ফলপট্টি, কালীরবাজার, চাষাড়া চত্তর, লিংক সড়কে শতাধিক ছিনতাইকারী সার্বক্ষনিক ওৎ পেতে থাকে । কোন কোন সময় থানা পুলিশের দারোগাদের সাথে ওই ছিনতাইকরীদের শলাপরামর্শ করতেও দেখা যায় । ছিনতাইকারীরা চিৎকার করেই বলতে শোনা যায়,“স্যার দেখা করমু নে, আপনাদের আইতে হইবো না !”









Discussion about this post