নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় সেতু নির্মাণের ৫ বছরেও শুরু হয়নি যানবাহন চলাচল। তবে এরই মধ্যে সেতুর এক অংশ ভেঙে লোহার রড বের হয়ে গেছে। এ ছাড়া, সেতুতে নেই সংযোগ সড়ক। এ কারণে সেতুতে উঠতে পাটাতন বসিয়ে চলাচল করছেন স্থানীয়রা।
সোমবার (৭ ফেব্রুয়ারি) সরেজমিনে দেখা যায়, উপজেলার মোগরাপাড়ার ছোট সাদিপুর ও লেবুছাড়া গ্রামের সংযোগ খালের ওপর ৪০ ফুট দীর্ঘ সেতু নির্মাণ করা হয়েছে। সেতুর এক পাশে ঢালাই করা পাটাতন ও অপর পাশে স্থানীয়রা সরুভাবে ঢালাই করে চলাচলের ব্যবস্থা করেছেন।
সেতুর মাঝামাঝি উত্তর অংশে পাথর ও বালু পড়ে গর্ত হয়ে লোহার রড বের হয়ে গেছে। স্থানীয়রা অভিযোগ করে বলেন, ঠিকাদার নিম্নমানের কাজ করেছেন। এ কারণেই যানবাহন চলাচলের আগেই সেতুতে ভাঙন দেখা দিয়েছে। আমরা যানবাহন নিয়ে চলাচল করতে পারব কি না সন্দেহ রয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের সাদিপুর-লেবুছাড়া খালের ওপর ২০১৬-১৭ অর্থ বছরে ৪০ ফুট দীর্ঘ সেতুটি ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের অর্থায়নে ৩২ লাখ ৫২ হাজার ৬৫৩ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়।
স্থানীয়রা জানান, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের সাদিপুর ও লেবুছাড়া গ্রামের সংযোগ খালের ওপর সেতুটি নির্মাণ করা হয়। কিন্তু দুইপাশে সংযোগ সড়ক না থাকায় কোনো যানবাহন চলাচল করতে পারে না। সাধারণ মানুষ চলাচলের জন্য আমরা নিজেরাই দুইপাশে ঢালাই করা পাটাতন বসিয়েছি। এ ছাড়া, সেতুটিতে সিমেন্টের মিশ্রনে বালুর পরিমাণ বেশি দেওয়া হয়েছে। যার ফলে সেতুর এক অংশে ভেঙে পাথর ও বালু পড়ে লোহার রড বের হয়ে গেছে। এখনও সেতুতে কোনো প্রকার যানবাহন চলাচল করেনি।
ঠিকাদার রফিকুল হায়দার বাবু বলেন, সেতুটি নির্মাণ করে এক বছরের মধ্যে সংশ্লিষ্ট দফতরকে বুঝিয়ে দিয়েছি। সেতু নির্মাণের সঙ্গে সংযোগ সড়ক তৈরির কোনো বরাদ্দ ছিল না।
মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু বলেন, সেতুটি নির্মাণ করার সময় পরিদর্শন করেছি। ঠিকাদার নির্মাণ কাজ করেছে। সেতুটির ভেঙে যাওয়া অংশের সংস্কার ও সংযোগ সড়ক করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট দফতরকে জানানো হবে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার বলেন, সেতুটি আমার দফতরের হলেও ওই সময় আমি ছিলাম না। সেতুর এক অংশ ভেঙে থাকলে পরিদর্শন করে সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া সংযোগ সড়কের জন্য বরাদ্দের ব্যবস্থা করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদ এলাহী জানান, সেতুটি সংস্কার ও সংযোগ সড়কের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।









Discussion about this post