ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেন নাই। মানুষের যন্ত্রনা দেখেন নাই, প্রতিবাদের ভাষা দেখেন নাই। অনেক বড় বড় কথা বলেন। ক্ষমতায় থেকে নারায়ণগঞ্জের মানুষকে জিম্মি রেখেছেন। আপনি নারায়ণগঞ্জকে অশান্ত করে রেখেছেন। সেই আপনি শামীম ওসমান ওইদিন ত্বকী হত্যার বিচার চাইলেন। টেকনিক্যালি বললেন প্রয়োজনে বিচার বিভাগীয় তদন্ত চাই। র্যাব যে তদন্ত দিয়েছে, খসড়া যে চার্জসিট দিয়েছে সেটা আপনার জ্ঞানে নাই। একবার তো বললেন না তদন্তকারী কর্মকর্তারা আপনারা ঝামেলাগুলো শেষ করেন। আপনি বললেন বিচার বিভাগীয় তদন্ত। কোন দিকে দৃষ্টি ফেলতে চাচ্ছেন। ওইদিন বললেন ত্বকী হত্যা নিয়ে সংবাদ সম্মেলন করবেন। আপনার বুকে এত পাঠা নাই। সে সাহস বুকে আপনার নাই।
এভাবেই নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের বিরুদ্ধে কঠোর সমালোচনা করে উল্লেখিত মন্তব্য করেন।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চাষাড়া শহীদ মিনারে ত্বকী হত্যার ১০৭ মাস উপলক্ষে আলোক প্রজ্জ্বালন কর্মসূচিতে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।
অ্যাডভোকেট মাসুম বলেন, সংসদে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমানের মাথায় হাত বুলিয়ে দোয়া করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেশ কয়েকটি পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছিলো এমন সংবাদ। আপনাকে দোয়া দেয় নাই। অনেক দূর থেকে বলেছে ধন্যবাদ ধন্যবাদ। মানে তুমি বিদায় হও, অনেক দেখাইছো। আর খেলার চেষ্টা কইরো না। এই কথাটা শামীম ওসমান আপনি বলেন না কেনো। আপনাদের বলতে চাই এই কথা প্রধানমন্ত্রীর কথা। আপনারা কয়েকদিনের মধ্যে দেখতে পারবেন।
তিনি আরও বলেন, বেশি বাড়াবাড়ি কইরেন না। বেশি বাড়াবাড়ি করা ভালো না। আপনি হাতির উপরে উইঠা নৌকাকে ডুবাইতে চাইছেন। আবার বলেছেন আপনি নৌকার পক্ষে। কখন বলেছেন নির্বাচনের ছয়দিন আগে। এসব কথা বলেও আপনি হাতির পক্ষে তৈমূর আলমের পক্ষে কাজ করিয়েছেন। ওইদিন বললেন, প্রধানমন্ত্রী নাকি কাকে দিয়ে তৈমূর আলমকে দাড় করিয়েছে। আবার প্রধানমন্ত্রীকে টানেন কেনো। আপনার অপকর্ম তো আর প্রধানমন্ত্রী করে নাই। ওই সমস্ত কথা বলে মানুষের সহানূভ’তি পাওয়ার সময় নাই আপনার। আপনার দিন ফুরিয়ে ঘেছে। অপেক্ষা করেন যিনি ত্বকী হত্যার বিচার বন্ধ করিয়েছেন, তিনি এবার ত্বকী হত্যার বিচার করবেন। আমি চোখ দিয়ে দেখতে পারছি ত্বকী হত্যার বিচার হবে। শুধুমাত্র সময়ের অপেক্ষা। এই সরকারের আমলেই ত্বকী হত্যার বিচার হবে।
সংগঠনের সভাপতি ভবানী শংকর রায়ের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শাহীন মাহমুদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, নিহত ত্বকীর বাবা রফিউর রাব্বি, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব, কবি, সাংবাদিক হালিম আজাদ, দৈনিক খবরের পাতার সম্পাদক, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহাবুবুর রহমান মাসুম, সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি এড. প্রদীপ ঘোষ বাবু, সিপিবি’র জেলা সভাপতি হাফিজুল ইসলাম, বাসদ এর জেলা আহ্বায়ক নিখিল দাস, ন্যাপ জেলা সাধারণ সম্পাদক এড. আওলাদ হোসেন, গণসংহতি আন্দোলন জেলার নির্বাহী সমন্বয়ক অঞ্জন দাস, ওয়ার্কার্স পার্টি জেলা সভাপতি হাফিজুর রহমান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি জেলা সভাপতি মাহমুদ হোসেন, সামাজিক সংগঠন সমমনার সভাপতি সালাহউদ্দিন আহমেদ, সাবেক সভাপতি দুলাল সাহা ও খেলাঘর জেলা সাধারণ সম্পাদক ফারুক মহসীন প্রমূখ।








Discussion about this post