নারায়ণগঞ্জ থেকে সদ্য বদলী হওয়া জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ এর বাবা এবং মুক্তিযুদ্ধকালীন ৮ নম্বর সেক্টরের ‘শ্রীপুর আঞ্চলিক বাহিনী’র উপ-অধিনায়ক, বীর মুক্তিযোদ্ধা মোল্যা নবুয়ত আলী বৃহস্পতিবার (১০ ফেরুয়ারী) ভোর সাড়ে ৫টায় ইন্তেকাল করেছেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
বীর মুক্তিযোদ্ধা এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের (সদ্য সাবেক) পিতার মৃত্যু তে শোক প্রকাশ করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজসহ প্রশাসনের কর্মকর্তারা।
জানা যায়, মাগুরা জেলার শ্রীপুর উপজেলার বরিশাট গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যুবরণ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি নবুয়ত আলী স্ত্রী, ৬ ছেলে ও ৩ কন্যা, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন।
মাগুরা শহরের নোমানী ময়দানে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে বাদ জোহর মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বাদ আছর নিজ গ্রাম শ্রীপুরের বরিশাট ঈদগাহ ময়দানে দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তার মৃত্যুতে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর, মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, পুলিশ সুপার জহিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আফম আব্দুুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান পঙ্কজ কু-সহ বিভিন্ন রাজতৈকি ও সামাজিক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ এক শোক বার্তা জানিয়ে মরুহুমের আত্নার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা নবুয়ত আলী মহান মুক্তিযুদ্ধের সময় মাগুড়া জেলার শ্রীপুর আঞ্চলিক বাহিনীর উপ অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি জেলা কমান্ডার মাগুড়া জেলার হিসেবে দায়িত্ব পালন করেছেন।









Discussion about this post