নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত “দৈনিক সময়ের নারায়ণগঞ্জ” পত্রিকা অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনায় আজমেরী ওসমানের অনুসারি তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, নাসির, কৃষ্ণা ও লক্ষণ। তারা সকলেই প্রয়াত সাংসদ নাসিম ওসমানপুত্র আজমেরী ওসমান অনুসারি।
এদিন দুপুরের দিকে প্রায় শতাধিক মোটর সাইকেলে শহরে মহড়া শেষে চাষাড়া প্রেসিডেন্ট রোড এলাকায় অবস্থিত সময়ের নারায়ণগঞ্জ পত্রিকা অফিসে সশস্ত্র হামলা চালায় সন্ত্রাসীরা।
এই ঘটনায় দৈনিকটির প্রকাশক ও সম্পাদক জাভেদ আহম্মেদ জুয়েল বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় এজাহারনামীয় আসামী করা হয়েছে বিশজনকে এবং অজ্ঞাতনামা আসামী করা হয়েছে আরও ত্রিশজনকে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলাম। তিনি নারায়ণগহ্জ নিউজ আপডেট কে জানিয়েছেন, তাদের হামলার ব্যাপারসহ অন্যান্য বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে। একই সাথে সকল অপরাধদের গ্রেফতারের জোড়ালো চেষ্টা চলছে ।
জাবেদ আহম্মেদ জুয়েল জানিয়েছেন, আমরা কারো পক্ষ বা বিপক্ষে কোনো সংবাদ পরিবেশন করিনি। যা সত্য তাই তুলে ধরেছিলাম। সত্য তুলে ধরাতে এই হামলার শিকার হয়েছি। এই ঘটনায় আমি বাদী হয়ে মামলা করেছি।
তিনি আরও বলেন, সম্প্রতি ত্বকী হত্যা নিয়ে সর্বত্র আলোচনা হচ্ছে । ১১ ফেব্রুয়ারী একটি র্যাবের সেই প্রকাশিত খসড়া চার্জশীট নিয়ে সংবাদ প্রকাশ হয়। মূলত সেই খসড়া চার্জশীট র্যাব প্রকাশ করে এবং ত্বকীর বাবা রফিউর রাব্বি গণমাধ্যম কর্মীদের সরবরাহ করে। সেটাই হুবহু তুলে ধরা হয়েছে। সেখানে আমাদের নিজেদের মনগড়া বক্তব্য নাই। কিন্তু তারা যেভাবে অফিসে হানা দিয়েছে সেটা ন্যাক্কারজনক। তারা অফিসের সিসি ক্যামেরার ডিভিআর মেশিন ও একটি পিসির হার্ডডিস্ক নিয়ে গেছে। ভাঙচুর করেছে ক্যামেরা।
এদিকে একটি সূত্র জানিয়েছে, দৈনিক সময়ের নারায়ণগঞ্জ পত্রিকা অফিসে হামলার ঘটনায় প্রয়াত সাংসদ নাসিম ওসমানপুত্র আজমেরী ওসমানের বাড়িতে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়েছে। এছাড়া পত্রিকা অফিসটিতে যারা হামলা চালিয়েছিলো তাদের প্রায় সকলেই গা ঢাকা দিয়েছেন। তাদের মুঠোফোনও বন্ধ পাওয়া যাচ্ছে। পুলিশ জানিয়েছে, সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, ১২টা ২৫ মিনিটে শহরের চাষাড়ায় প্রেসিডেন্ট রোডে সিরাজ ম্যানশনের চারতলায় সময়ের নারায়ণগঞ্জ নামে একটি পত্রিকার অফিসে হানা দিয়ে সেখানে থাকা সাংবাদিক ও স্টাফদের অকথ্য ভাষায় গালাগাল ও হত্যার হুমকি দেয়। প্রায় ১৫ মিনিট অফিসে হৈ চৈ এর পর আজমেরী ওসমান অনুসারিরা সেখানে থাকা সিসিটিভির ডিভাইস নিয়ে যায় ও সিসি ক্যামেরা ভাঙচুর করে।ওই সময়ে অফিসে সময়ের নারায়ণগঞ্জের চার সংবাদকর্মী বসা ছিলেন।
এ ঘটনায় ভিডিও ফুটেজে দেখে ওই হামলায় নাসির, আক্তার নূর, সুমন, সানি, ইসমাইল, আন্নান, কাজল, রুবেল, সিনাফি, রবিন, মনির, লক্ষণ, কৃষ্ণা, রাতুল, মুকিব প্রমুখকে চিহ্নিত করা গেছে। তারা সবাই আজমেরী ওসমান অনুসারি সমর্থক।
পুলিশের একটি সূত্র আরো জানায় হামলা কারী চক্রের অধিকাংশরাই বহিরাগত ছিচকে সন্ত্রাসী ।









Discussion about this post