নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ৪ হাজার ২৫০ পিস ইয়াবাসহ সেনোয়ারা বেগম (২২) নামে এক রোহিঙ্গা নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৩।
আটককৃত সেনোয়ারা বেগম কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-বি, সাইড নং- ৪৩ এর ৫নং রুমের মৃত আলী আহম্মদের মেয়ে।
বিজ্ঞপ্তিতে র্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার ফারজানা হক জানান, আটককৃত মাদক ব্যবসায়ী একটি যাত্রীবাহী বাসযোগে কুমিল্লা থেকে কাঁচপুর ব্রিজ হয়ে ঢাকা অভিমুখে ভ্যানিটি ব্যাগের ভিতর ইয়াবা ট্যাবলেটের চালান বহন করে নিয়ে আসছিল। ওই সংবাদের ভিত্তিতে শনিবার বিকালে শিমরাইল মোড়ে চেকপোস্ট বসিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।









Discussion about this post