নারায়ণগঞ্জের আড়াইহাজারে আটটি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার জাঙ্গালিয়া বাজারের একটি টাওয়ারের নিচ থেকে বোমাগুলো উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকালে হাতবোমাগুলো দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ হাতবোমাগুলো ঘিরে রাখে। বিকেলে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা এসে হাতবোমাগুলো উদ্ধারের পর নিষ্ক্রিয় করে।
এসময় তিন দফা বোম্ব বিস্ফোরণে আশপাশের পুরো এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। পুলিশের ধারণা, গত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে বোমাগুলো আনা হয়েছিল। তবে স্থানীয় অনেকে ধারণা করছেন ডাকাতির কাজে ব্যবহারের জন্য বোমাগুলো আনা হয়েছিল।
উচিৎপুরা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাধারণ সদস্য রশীদ মিয়া জানান, রবিবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে তিনি বাজার থেকে বাড়িতে যাচ্ছিলেন। এ সময় অজ্ঞাত এক ব্যক্তি প্লাসটিকের বালতি নিয়ে ঘটনাস্থলে দাঁড়িয়ে ছিলেন। তার হাতে একটি ছুরিও ছিল। পরে তাকে দেখে সে হাতে থাকা বালতি রেখে পালিয়ে যায়। ঘটনাটি সন্দেহজনক হওয়ায় তিনি পুলিশে খবর দেন। খবর পেয়ে আড়াইহাজার থানার পুলিশ ঘটনাস্থল ঘিরে রাখেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা বলেন, বড় ধরনের কোনো অপরাধ সংগঠনের জন্য হাতবোমাগুলো জড়ো করা হয়। কারা এ ঘটনায় সম্পৃক্ত থাকতে পারেন নিয়ে তদন্ত চলছে।
এ ঘটনায় নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) আবির হোসেন বলেন, হাতবোমাগুলো ককটেলের চেয়ে কিছুটা শক্তিশালী। ধারণা করা হয়, গত ইউপি নির্বাচনকে কেন্দ্র করে কোনো একটি পক্ষ বোমাগুলো এলাকায় নিয়ে এসেছিল। কিন্তু পুলিশের সতর্ক অবস্থানের কারণে সেগুলো ব্যবহার করতে না পেরে পরিত্যক্ত অবস্থায় ফেলে গেছে। বোমার উৎস খোঁজা হচ্ছে। এ ঘটনায় বিকেল চারটা পর্যন্ত কোনো মামলা হয়নি।









Discussion about this post