দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জ মহানগরীতে ছিনতাইকারীদের দৌড়াত্মে অতিষ্ট হয়ে উঠেছে নগরবাসী । অতি জরুরী কাজ ছাড়া কেউ মধ্যরাতের পর কেউ ঘর থেকে বাহিরে আসতে চান না । কেউ অতি জরুরী কাজে বাহিরে বের হলে ই পরতে হয় ছিনতাইকারীদের কবলে। এ যেন রাতের নগরী ছিনতাইকারীদের দখলে চলে গেছে।
শহরের নিতাইগঞ্জ ডাইলপট্টি এলাকায় এবার ছিনতাইকারীদের হামলায় এবার প্রাণ হারিয়েছেন ব্যবসায়ী মালিক সমিতি কর্তৃক সদ্য নিয়োগকৃত নৈশ প্রহরী মোঃ ভাসান মালতি (৫০)।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারী) ভোর ৫ ৫৫ মিনিটের সময় ডাইলপট্টি এলাকার লোকজন রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আনার পর চিকিৎসক গোলাম মোস্তাফা ঈমন নৈশ প্রহরী মোঃ ভাসান মালতি (৫০) কে মৃত ঘোষনা করেন ।
খবর পেয়ে নারায়ণগঞ্জ সদর থানার উপ পরিদর্শক কামরুজ্জামান নিহতের পরিচয় শনাক্ত ও সূরৎহাল প্রতিবেদন তৈরী করতে কাজ শুরু করেন । ঘটনাস্থল পরিদর্শনকালে স্থানীয়দের অনেকেই বলেন, মাটিতে পরে গিয়ে এই দারোয়ান তার হাতে থাকা বাঁশি জোড়ে জোড়ে ফুঁ দিতে থাকেন । এমন ঘটনায় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মারা গেছে বলে জানায় ডাক্তার । ছুরি দিয়ে তার বুকে পিঠে কুপিয়েছে ছিনতাইকারীরা এবং রক্তের সড়কের অনেকাংশ ভিজে গেছে।
পিতার এমন মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে একমাত্র পুত্র রানা বাসান । রানা জানায়, তার বাবা মাত্র কয়েকদিন যাবৎ এই খানে চাকরী নিয়েছে । তাদের গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার দৌলত খালী চৌধুরীপাড়া এলাকায়। তারা সিদ্ধিরগঞ্জের আরামবাগ এলাকার ভাড়া বাসায় থাকেন । বাড়িওয়ালার নাম বলতে পারে নাই রানা। নিহতের বাবার নাম জালাল মালতি ।
এমন ঘটনায় নারায়ণগঞ্জ সদর থানার উপ পরিদর্শক কামরুজ্জামান বলেন, নৈশ প্রহরী মোঃ ভাসান মালতি (৫০) হত্যার ঘটনায় কাজ শুরু করেছি । লাশ মর্গে পাঠানো হয়েছে । খবর পেয়ে এই সকালেই উর্ধতন কর্মকর্তাদের জানানো হয়েছে । তদন্ত চলছে ।
নৈশ প্রহরী মোঃ ভাসান মালতি হত্যাকান্ড ছাড়াও রাত ১২ টা ১৫ মিনিরে সময় গোদনাইল তেকে ছিনতাইকারীর কবলে পরে চিকিৎসা নিয়েছেন তাজরীন (৫৩), মধ্যরাত ২ টা ২০ মিনিটে মাসদাইর এলাকায় এমরান (১৮), ভোররাত ৩ টা ৪৫ মিনিটে দেওভোগ এলাকায় বরকত আলী (৫০) এবং ভোলাইলে সকাল ৭ টায় পান্না মন্ডল (৫০) ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হয়ে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন বলে নারায়ণগঞ্জ নিউজ আপডেট কে নিশ্চিত করেছেন হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বে থাকা নার্স (সেবক) জাকির হোসেন ।
এ সময় হাসপাতালে উপস্থিত অনেকেই বলেন, কিছুদিন আগে মন্ডলপাড়ায় এক যুবক খুন হলো । এই ঘটনায় কিছু হইছে ? হাসপাতালের রেজিষ্টার দেখলেই বোঝা যায় ছিনতাইকারীদের হামলায় কতজন চিকিৎসা নেন । আবার থানায় মেবাইল হারানোর জিডি দেখলেই সহজে ধারনা করা যায় নগরীর ছিনতাইকারীরা কতটা অপরাধ করেই যাচ্ছে । সেনাবাহিনীর এক কর্মকর্তাকেও নাকি কিছুদিন আগে এই ছিনতাইকারীরা হামলা করে সর্বস্ব ছিনিয়ে নিয়েছে ।









Discussion about this post