প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনাকে নিয়ে বেফাঁস বক্তব্য দিয়ে সমালোচনার মুখে পড়েন বারদী ইউনিয়নের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল। তার বেফাঁস বক্তব্যের কারণে গত ১৭ ই ফেব্রুয়ারী নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগ তাকে দল থেকে সাময়িক অব্যাহতি প্রদান করে। এরপর গত শনিবার সোনারগাঁ উপজেলা আহবায়ক কমিটির এ জরুরী সভায় জেলা আওয়ামীলীগের অব্যাহতি বহাল রেখে তাকে শোকজের চিঠি দিবেন বলেন জানিয়েছেন ।
তাকে দলের অব্যাহতি দেয়ার পর ২১ ফেব্রুয়ারী রাতে তাকে উপজেলা আহবায়ক কমিটির সাথে শহীদের শ্রদ্ধা জানাতে। সে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম মাধ্যমে ভাইরাল হলে সেখানে আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠন প্রশ্ন তুলেন লায়ন বাবুলকে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে নাকি সেটা নাটক !

জানা গেছে, গত ১৫ ফেব্রুয়ারী একটি ইসলামিক অনুষ্ঠানে লায়ন বাবুল প্রধানমন্ত্রীকে নিয়ে বেফাঁস বক্তব্য রাখেন। সে বক্তব্যের পর তাকে দল থেকে অব্যাহতি প্রদান করা হয়। অব্যাহতি দেয়ার একদিন না পেরুতেই লায়ন বাবুল আহবায়ক কমিটির সাথে শহীদদের শ্রদ্ধা জানাতে উপজেলা শহীদ মিনারে আসেন। সেখানে তিনি তাদের সাথে শহীদ মিনারে পুস্প স্তাপক অর্পন করেন। সে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেখানে দেখা যায় উপজেলা আহবায়ক কমিটির শীর্ষ নেতাদের সাথে লায়ন বাবুল শহীদ মিনারে এসে শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন।
আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরার জানান, লায়ন বাবুল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের মেয়ে দেশের চারবারের প্রধানমন্ত্রী হাসিনাকে নিয়ে যে বক্তব্য করেছে। তা ক্ষমার অযোগ্য। জেলা কমিটি তাকে অব্যাহতি দিয়েছে সেটা বহাল রেখেছে উপজেলা আহবায়ক কমিটি। সে আদেশ বহল রাখার পরও লায়ন বাবুল কিভাবে আহবায়ক, যুগ্ন আহবায়ক ও কমিটি অন্যান্য সদস্যদের সাথে কিভাবে ফুল দিলো। আবার সে ছবি কিভাবে ফেসবুকে ভাইরাল হলো। এখন সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের কি জবাব দিবো। দলের প্রধানমন্ত্রীকে নিয়ে বেফাঁস বক্তব্যের পরও মতো নেতা কিভাবে দলের নেতৃবৃন্দের সাথে স্থান পায় সে প্রশ্ন আহবায়ক কমিটির কাছে।
আহবায়ক কমিটির সদস্য নাসরিন সুলতানা ঝরা বলেন, লায়ন মাহবু্ুর রহমান বাবুলকে বিধি মোতাবেক দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে। গতকাল রাতে তার শোকজের কাগজ তার হাতে পৌচ্ছে দেয়া হয়েছে। তারপর গতকাল রাতে সে তার মতো এসে আহবায়ক কমিটির মাঝখানে প্রবেশ করে ফটোসেশন করেছে। আমাদের পক্ষ থেকে অনেকবার তাকে নিষেধ করার পরও সে ফটোসেশন করেছে ।









Discussion about this post