এবার ফতু্ল্লায় রবিন (২০) নামের এক যুবককে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
সোমবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মুসলিমনগর এলাকায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত রবিন মুসলিমনগর এলাকার ইমাম হোসেন ভান্ডারীর ছেলে। তিনি ফতুল্লার শাসনগাঁও এলাকায় বিসিক শিল্পনগরীতে মামা শাহিনের খাবার হোটেলে কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে অজ্ঞাত পরিচয় কয়েক জন যুবকের সঙ্গে রবিনের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা পিটিয়ে ও পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যান।
স্থানীয় লোকজন রবিনকে উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেন। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক সাবিনা ইয়াসমিন তাকে মৃত ঘোষণা করে।
এমন হত্যাকান্ডের বিষয়ে জরুরী বিভাগের চিকিৎসক সাবিনা ইয়াসমিন নারায়ণগঞ্জ নিউজ আপডেট কে বলেন, নিহত যুবকের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে, একই সাথে ধারণা করা হচ্ছে তার পিঠের মাঝ বরাবর একটি ছুরিকাঘাত রয়েছে । এই ছুরিকাঘাতেই মৃত্যু হতে পারে যুবকের । নিহতের লাশ ময়নাতদন্তের পর আরো বিস্তারিত জানা যাবে ।
নিহতের মামা শাহিন নারায়ণগঞ্জ নিউজ আপডেট জানায়, হামলাকারীদের মধ্যে দুইজনকে আটকে করে আমরা পুলিশের কাছে দিয়েছি ।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) রকিবুজ্জামান বলেন, ‘এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলমান। পরে বিস্তারিত জানাতে পারবো।









Discussion about this post