জনস্বার্থে ব্যবহার না করে নারায়ণগঞ্জে রেলেরস্টেশন সংলগ্ন প্রায় এক একর ভূমি “কল্যাণট্রাষ্ট” নামক কথিত সংগঠনের নামে আত্মসাতের প্রতিবাদে নারায়ণগঞ্জ নাগরিক কমিটির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারী) সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি এড. এবি সিদ্দিকের সভাপতিত্বে জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, সংগঠনের সাধারণ সম্পাদক জাহিদুল হক দীপু, বাসদ জেলা আহŸায়ক নিখিল দাস, সামাজিক সংগঠন সমমনার সাবেক সভাপতি দুলাল সাহা, মেকানিক শ্রমিক ইউনিয়নের সভাপতি তাজুল ইসলাম ও উক্ত এলাকায় অবস্থিত শীতলা মন্দিরের সাধারণ সম্পাদক শান্তি রঞ্জন দাস।
রফিউর রাব্বি বলেন, নারায়ণগঞ্জে চিহ্নিত একটি দুর্বৃত্তচক্র দীর্ঘদিন ধরে রেলওয়ে, রাজউক, বিআইডবিøউটিএ, সড়ক ও জনপথ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সরকারী জায়গা আত্মসাৎ করে চলেছে। প্রতিষ্ঠান গুলোর অসাধু কিছু কর্মকর্তার সাথে যোগসাজসে তারা এ ভূমিলুন্ঠন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। নারায়ণগঞ্জে যেখানে মানসম্মত একটি হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, শিশুদের জন্য বিনোদন কেন্দ্র সহ অনেক কিছুই করা যাচ্ছে না জায়গার অভাবে সেখানে “রেলওয়ে কর্মচারী কল্যাণ ট্রাস্ট”কে বরাদ্দ দিয়ে মার্কেট নির্মাণ করে সরকারী জায়গা এ ভাবে লুটপাট কোন ভাবেই হতে দেয়া যায় না। বিভিন্ন সময় সরকারী এ প্রতিষ্ঠানগুলো জনস্বার্থের বহু ভূমি অধিগ্রহণ করেছে। কিন্তু অধিগ্রহণকৃত ভূমি নির্ধারিত প্রয়োজনে ব্যবহৃত না হলে তা তারা বিভিন্ন সময় স্থানীয় ভূমিদস্যুদের সাথে যোগসাজসে বিক্রি করে দিয়েছে। আলোচ্য জায়গাটি অবস্থানের কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত ডিসেম্বর মাসে এখানে দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। জনবহুল এই জায়গায় নতুন করে মার্কেট তৈরী হলে জনদুর্ভোগ আরও বৃদ্ধি পাবে। ২০১২ সালে ঠিক একই ভাবে এই জায়গাটি তারা মার্কেটের নামে আত্মসাৎ করতে চেয়েছিল। তখন মানুষের প্রতিবাদ দমাতে গুলি, টিআরসেল সহ বহু কিছু ব্যবহার করেছে কিন্তু মানুষের প্রতিবাদের মুখে তারা সে সিদ্ধন্ত তখন বাতিল করে। দশ বছর পরে আজকে আবার তারা লুণ্ঠনের জন্য মরিয়া হয়ে উঠেছে। এই লুণ্ঠন কোন ভাবেই হতে দেয়া যাবে না।
এবি সিদ্দিক বলেন, এমনিতেই নারায়ণগঞ্জ শহরে যানজটে মানুষের দুর্বিসহ অবস্থা এর মধ্যে এই মার্কেট গড়ে উঠলে হলে তা আরও চরমে পৌঁছাবে। এখন এখানে দু’টি কলেজ, নারায়ণগঞ্জের বৃহত্তর একটি বাজার, বাস টার্মিনাল, লঞ্চঘাট ও রেল স্টেশন- এমনি একটি জায়গায় কর্তৃপক্ষের মার্কেট তৈরীর সিদ্ধান্ত একটি গণবিরোধী পদক্ষেপ।
সমাবেশে বক্তারা বলেন, শীতলা মন্দিরের পক্ষে উচ্চ আদালত থেকে নিষেধাজ্ঞা থাকার পরেও ভূমিদস্যুদের লোলুত আগ্রাসন থেকে মন্দিরটি পর্যন্ত রক্ষা পাচ্ছে না। তারা আইনকে তোয়াক্কা করে না। বক্তারা অতিদ্রুত মার্কেট নির্মাণের সিদ্ধান্ত বাতিল করে রেলের অব্যবহৃত সকল ভূমি জনকল্যাণে ব্যবহারের দাবি জানান এবং যে কোন মূল্যে তা রক্ষা করার প্রত্যয় ব্যাক্ত করেন।









Discussion about this post