দীর্ঘদিন নানা দূর্ধর্ষ অপরাধের পরও মোটা অংকের টাকার বিনিময়ে নানা পন্থায় রক্ষা পেয়ে আসছিলো রূপগঞ্জের কাঞ্চন এলাকার রিফিউজি এবং আশরাফ জুট মিলের হারুন কেরানীর পুত্র বর্তমান পৌরসভা মেয়র রফিকুল ইসলামের ভাই নজরুল, সাইফুল, মোঘল ও শফিকুল ইসলাম । নানাভাবে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে অপরাদীদের রামরাজত্বে পরিণত করেছে এক সময়ের শান্তির জনপথ কাঞ্চন এলাকাকে ।
২০১৯ সালের ৩১ আগষ্ট রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলামের বাড়ী থেকে গোলাগুলির পর আটক করা হয় নরসিংদীর কুখ্যাত অপরাধী ১৭ মামলার আসামী আওলাদ হোসেন মিঠুন (৩৫) কে। ওই সময় মেয়র রফিকের ভাই কুখ্যাত সন্ত্রাসী শফিকুল ইসলাম পুলিশের সাথে গোলাগুলি করেও পালিয়ে যেতে সক্ষম হয় । শফিকুল ইসলাম পালিয়ে গেলেও ধরা পরে আসামী আওলাদ হোসেন মিঠুন (৩৫)। পরবর্তীতে আওলাদ হোসেন মিঠুন (৩৫) কে নরসিংদী পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে নিহত হলে গাঢাকা দেয় কুখ্যাত সন্ত্রাসী শফিকুল । দীর্ঘদিন পলাতক থেকেও পুরো রূপগঞ্জের কাঞ্চন এলাকায় সন্ত্রাসী, ভূমিদস্যুতা, মাদক, চাঁদাবাজিসহ সকল ধরণের অপরাধ কার্যক্রম চালিয়ে কোটি কোটি টাকার মালিক বনে গেছে এই চক্রটি ।
দীর্ঘদিন পলাতক থাকার পরও আইনশৃংখলা বাহিনীর অসাধু অনেক সদস্যদের ম্যানেজ করে ক্রসফাফার থেকেও রক্ষা পেয়েছে বলে কুখ্যাত সন্ত্রাসী শফিকুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা প্রচার চালিয়ে আসছিলো।
নরসিংদীর ওই মামলার ওয়ারেন্টসহ নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেড় ডজন মামলার আসামি কাঞ্চন পৌর মেয়রের ছোট ভাই শফিকুল ইসলাম নামের ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা বিভাগ (ডিবি)।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে কাঞ্চন পৌরসভার বিরাবো এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জায়েদ পারভেজ জানান, নরসিংদীর জেলার ৩৬৪/৩৬৫ ধারায় করা একটি মামলায় শফিকুল ইসলামের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। ওই গ্রেপ্তারি পরোয়ানায় আসামিকে কাঞ্চনের বিরাবো এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদে বিভিন্ন মামালা ও সন্ত্রাসীদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেয় সে। পরে তার দেয়া তথ্যমতে রাতভর অভিযান পরিচালনা করি। এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অসংখ্য অভিযোগ রয়েছে ।
নারায়ণগঞ্জ আদালতের ইন্সপেক্টর আসাদুজ্জামান নারায়ণগঞ্জ নিউজ আপডেট কে বলেন, কাঞ্চন পৌরসবার মেয়র রফিকুল ইসলামের ভাই শফিকুল ইসলামকে নরসিংদীর মামলায় আদালতে পাঠানোর পর বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা ফেরদৌস আাসমীকে কারাগারে পাঠানোর আদেশ দেন ।









Discussion about this post