সোনারগাঁয়ে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ১০ জনকে কুপিয়ে জখমের ঘটনায় বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।
রোববার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার অলিপুরা বাজার এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
এ সময় মো. ইয়াসিন, মাওলানা লোকমান হোসেন জিহাদি, আব্দুল গাফফার ভূঁইয়া, সাজেদা বেগম বক্তব্য রাখেন।
মানববন্ধনে তারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। বিক্ষোভ মিছিলটি অলিপুরা বাজার থেকে ফতেহপুর দড়িকান্দি মোড় ও হরিহরদী বাজারে গিয়ে শেষ হয়।

এ বিষয়ে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান জানান, ক্রিকেট খেলা নিয়ে মারামারি ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এর আগে ২৫ ফেব্রুয়ারি (শুক্রবার) বিকেলে উপজেলার সনমান্দি ইউনিয়নের ফতেহপুর দড়িকান্দি এলাকায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ১০ জনকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটে।









Discussion about this post