নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় রাবেয়া বেগম (৩৫) নামে সাত মাসের গর্ভবতী গৃহবধূকে জবাই করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী সোহেল আহমেদ অপুকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১ মার্চ) দুপুরে ফতুল্লার শান্তিনগর এলাকার একটি বাসা থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল ( ভিক্টোরিয়া ) হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নিহত রাবেয়া বেগম ভোলা জেলার দক্ষিন আইচা থানার তাল্লুক কান্দা গ্রামের তোফাজ্জল সিকদারের মেয়ে। স্বামী অপু বরিশাল জেলার কোতয়ালী থানার চর নিহালগঞ্জ গ্রামের মোস্তফা হাওলাদারের ছেলে। তাদের চার সন্তান রয়েছে। পরিবারসহ ফতুল্লার হরিহর পাড়া শান্তিনগর দুলাল মিয়ার বাড়ীর ভাউাটিয়া বাসায় বসবাস করেন।
অপু জানান, তার স্ত্রী রাবেয়া বেগম সুদে টাকা দিতো লোকজনকে এবং বিভিন্নজনের সঙ্গে ফোনে কথা বলত। এনিয়ে দেড় মাস আগে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে বাসা থেকে বের হয়ে যায় অপু এবং গার্মেন্টেসে কাজ করতে থাকে।
বাড়ির লোকজন জানান, সোমবার রাতে অপুকে বাসায় আসতে দেখেছে। মঙ্গলবার সকালে তার স্ত্রীর জবাই করা লাশ ঘরের ভিতর পাওয়া যায়।
তার শিশু সন্তানরা বলেন, তাদের মা বাবা এক রুমে থাকেন আর তারা পাশের আরেকটি রুমে থাকেন। রাতে তার বাবা বাসায় এসেছিল। রাতের কখন তাদের মাকে হত্যা করা হয়েছে তারা জানে না। তখন তারা ঘুমে ছিল।
ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, বিষয়টি তদন্ত চলছে বিস্তারিত পরে জানানো হবে।









Discussion about this post