আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
নারায়নগঞ্জের আড়াইহাজারে মাদক মামলার পলাতক আসামী মাদক ব্যবসায়ী গাজী দুলালকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (১-মার্চ) রাতে থানার ওসি তদন্ত সুরুজ উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে গিয়ে তাকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের লস্করদী এলাকা থেকে গ্রেফতার করে। দুলাল ওই গ্রামের গাজী নুরুর ছেলে।
ওসি তদন্ত সুরুজ উদ্দিন জানান, গত ২৩শে ফেব্রুয়ারী রাত ৮.৩০ ঘটিকায় লস্করদী জনৈক সালাউদ্দিনের দীঘির পারে গাজী দুলাল তার ভাই ইলিয়াছ ও একেই গ্রামের বশির এবং সুজন বিয়ার ক্রয়-বিক্রীর করছিল। গোপন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুজন এবং ইলিয়াছকে ২৪ ক্যান বিয়ার সহ গ্রেফতার করে। ওই সময় গাজী দুলাল এবং বশির কৌশলে পালিয়ে যায়।
এই ঘটনায় গত ২৩শে ফেব্রুয়ারী পুলিশ ৪ জনকে আসামী করে থানায় একটি মাদক মামলা দায়ের করে। মামলার পর থেকে গাজী দুলাল পলাতক ছিল।
আড়াইহাজার থানার ওসি মোঃ আনিচুর রহমান মোল্লা জানান, মঙ্গলবার রাতে গ্রেফতারের পর বুধবার তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।









Discussion about this post