নারায়ণগঞ্জের বন্দরে ইটভাটায় গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে চাঁদা দাবি ও অস্ত্রের মুখে এক ব্যক্তিকে অপহরণের সময় দুজনকে আটক করা হয়েছে।
রোববার (৬ মার্চ) দুপুরে উপজেলার কেওঢালা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- রূপগঞ্জের গাউসিয়ার গোলাকান্দাইল ৩নং ওয়ার্ডের মৃত আব্দুস সাত্তারের ছেলে আহমেদ আকাশ (৩৫) ও বন্দরের দেওয়ানবাগ কলাবাড়ির কামরুজ্জামান ভূঁইয়ার ছেলে নাফিস আলী ভূঁইয়া। এ সময় তাদের কাছ থেকে একটি মাইক্রোবাস, ভুয়া জাতীয় পরিচয়পত্র ও পুলিশের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, বন্দরের কেওঢালা এলাকায় ৫০৫ ব্রিকসে (ইটভাটা) ডিবি পুলিশ পরিচয়ে ছয় লাখ টাকা চাঁদা দাবি ও অস্ত্রের মুখে এক ব্যক্তিকে অপহরণ করে তুলে নিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।









Discussion about this post