বন্দর প্রতিনিধি :
নারায়ণগঞ্জ বন্দরে টেন্ডার বা অনুমতি ছাড়া সরকারি বিআইডব্লিউটিএ এর জমির গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে বন্দর উপজেলার ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানুর বাতিজা ফয়সাল আহম্মেদের বিরুদ্ধে।
অভিযুক্তরা বলছেন, বিআইডব্লিউটিএ অফিসার মহসিনকে জানিয়েই গাছ কেটেছেন। এমন বক্তব্যে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
সোমবার (৭ মাচ) সকালে বন্দর রুপালী ডেক এন্ড ইঞ্জিন পার্সোনেল ট্রেনিং সেন্টার (ডিইপিটিসি) প্রাঙ্গণে গেলে দেখা যায় শীতলক্ষ্যা নদীর পাড়ে থাকা ২৫ থেকে ৩০ টি গাছ কেটে খালি মাঠ করে রেখেছে। এলাকাবাসির কাছে জানতে পারা যায় কয়েক দিন আগে গাছগুলো কেটে বিক্রী করেছে ফয়ছাল ও তার লোক জন। একাধিক ব্যক্তি বলেন, ২৫ থেকে ৩০ টি গাছ কেটে বিক্রি করা হয়েছে ১লক্ষ ৫ হাজার টাকায়। বাজার মূল্যের চেয়ে এই টাকা অনেক কম বলে তারা অভিযোগ করেন।
বিষয়টি স্বীকার করে ফয়ছাল আহম্মেদ বলেন, শীতলক্ষ্যা নদীর পাড়ের কাজের জন্য গাছ কেটে ফেলে দেয় এবং বিআইডব্লিউটিএ কর্মকর্তা মহসিন আমাদের বলে গাছগুলো বিক্রী করার জন্য তাই আমরা গাছ বিক্রী করেছি। গাছ কাটার বিষয়ে বিআইডব্লিউটিএ কর্মকর্তারা অবগত রয়েছেন তাদের পরামর্শেই গাছ কাটা হয়েছে।
এ ব্যপারে বিআইডব্লিউটিএ কর্মরত মহসিন বলেন ডেক এন্ড ইঞ্জিন পার্সোনেল ট্রেনিং সেন্টার (ডিইপিটিসি) প্রাঙ্গণে গাছ বিক্রীর বিষয়ে আমি কিছু জানিনা তবে কে করেছে তা যেনে পরে বলতে পারবো। এ ব্যপারে নারায়ণগঞ্জ নদী বন্দর বিআইডব্লিউটিএর যুগ্ন পরিচালাক শেখ মাসুদ কামাল বলেন, ডেক এন্ড ইঞ্জিন পার্সোনেল ট্রেনিং সেন্টার(ডিইপিটিসি) প্রাঙ্গণে যে গাছ তা আমাদের, অফিসিয়াল ভাবে কোন গাছ কাটা বা বিক্রীর নির্দেশনা দেওয়া হয়নি। যদি কেও তা কেটে বিক্রী করে থাকে তাহলে তা আন অফিসিয়াল করেছে আমি তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা গ্রহণ করবো।









Discussion about this post