আজ ৮ মার্চ বিম্ব নারী দিবস । সারাদেশের ন্যয় নারায়ণগঞ্জের যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে নারী দিবস।
আজকের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য- ‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ ।
আর আজকের এই দিন নারায়ণগঞ্জে এক বৃদ্ধ শিক্ষক কর্তৃক অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন এক কোমলমতি স্কুল ছাত্রী। তাও আবার নারায়ণগঞ্জ সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের এই ছাত্রীকে নিয়ে বিভিন্ন এলাকায় লুকিয়ে রেখে নানা নাটকীয়তার পর ছাত্রীর মায়ের কৌশলে পুলিশ নারায়ণগঞ্জ আদালত এলাকা থেকে এই কুখ্যাত মাষ্টাররূপী লম্পট কে হাতেনাতে আটক করতে পেরেছে পুলিশ।
নারায়ণগঞ্জ সদর থানা পুলিশের হাতে আটক হলেও পরবর্তীতে ফতুল্লা থানা পুলিশ এই ছাত্রীকে উদ্ধার করে ।
এ বিষয়ে নারায়ণগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের অপহৃত দশম শ্রেনীর স্কুল ছাত্রীর মা তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় বলেন, অনেক কষ্টে একে ধরতে পেরেছি। এখন কিচ্ছু বলতে পারছে না । পরে বলবো ।
গ্রেফতারকৃত অপহরণকারী নিজেকে মাসদাইর সরকারী উচ্চ বালিকা বিদ্যালয় সংলগ্ন উইনডোর কোচিং সেন্টারের কর্ণধার পরিচয় দিয়ে নিজের নাম ফিরোজ শাহ জুয়েল বলে জানান । একই সাথে জুয়েল কোচিং বললেই সকলেই চিনেন বলে জানান।
এ বিষয়ে ফতুল্লা থানার দারোগা গোলাম মোস্তফা জানায়, অপহরণকারী জুয়েল মাস্টার (৫০) এর তিনজন স্ত্রী থানায় অবস্থান করছে । তাকে আদালত প্রাঙ্গণ এলাকা থেকে গ্রেফতার করে ফতুল্লা থানায় নিয়ে যাওয়া হচ্ছে।
স্কুল ছাত্রীর মায়ের অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার (৮ মার্চ) সন্ধ্যায় গ্রেফতার করা হয় ফিরোজ শাহ জুয়েল কে । তার গ্রামের বাড়ী গাইবান্ধা জেলায় বললে তিনি মাসদাইর তালা ফ্যাক্টরী এলাকায় বসবাস করেন এবং কোচিং সেন্টার পরিচালনা করে আসছেন। তার চারজন স্ত্রী ছাড়াও কোমলমতি ছাত্রীদেরকে নানাভাবে জিম্মি করে অপরাধ কর্মকান্ড চালিয়ে আসছিলো জুয়েল ।
অপহরণের ঘটনার পরবর্তীতে ছাত্রীর বাবা বাদী হয়ে ফতুল্লা থানায় মামলা দায়ের করেন।
মামলায় উল্লেখ করা হয়, গত সোমবার দুপুরে পরিক্ষার খাতা দেখানোর কথা বলে ফোন করে বাসা থেকে কোচিং সেন্টারে ডেকে এনে পরিক্ষার্থী এক ছাত্রীকে অপহরণ করেন জুয়েল মাস্টার। এরপর ছাত্রী বাসায় ফিরতে দেরি হওয়ায় ছাত্রীর বাবা মা জুয়েল মাস্টারকে ফোন করে জিজ্ঞেস করলে তিনি হুমকি দিয়ে বলেন এবিষয়ে কাউকে কিছু জানালে আপনাদের মেয়ের ক্ষতি হবে।
ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, অভিযোগ পেয়ে দ্রুত অভিযান চালিয়ে শিক্ষককে গ্রেফতার করে ছাত্রীকে উদ্ধার করা হয়েছে ।









Discussion about this post