ফতুল্লা থেকে আলী হোসেন (৩৪) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে ফতুল্লার মাসদাইর তালা ফ্যাক্টরি এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আলী হোসেন তালা ফ্যাক্টরি এলাকার মো. আব্দুল জব্বারের ছেলে। তার শরীরে এসিডের পোড়া দাগ রয়েছে। তিনি একটি অটো গ্যারেজের মালিক ছিল। সংসারে তার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।
নিহতের স্ত্রী রোজি আক্তার বলেন, সকালে ছেলেকে স্কুলে দিয়ে বাসায় ফিরে বলতে থাকে আমার জ্বালাপোড়া করছে। তখন আমি ফ্যান ও ঘরের দরজা জানালা খুলে দেয়। এরপর আমি অন্য রুমে গিয়ে ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠে দেখি ফ্যানের সঙ্গে তার মরদেহ ঝুলছে।
ফতুল্লা মডেল থানা পুলিশ উপ পরিদর্শক মোস্তফা কামাল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত বলতে পারবো।









Discussion about this post