সোনারগাঁ উপজেলার জামপুরে মাহবুব নামের এক যুবলীগ নেতাসহ এক সহযোগীকে পিটিয়ে ও কুপিয়ে পায়ে রগ কেটে দিয়েছে দুবৃর্ত্তরা। আহত যুবলীগ নেতাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, গতকাল সোমবার সন্ধ্যায় জামপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. সাদু ও মাহাবুব মোল্লা জামপুর ইউনিয়ন পরিষদে বসে আড্ডা দিচ্ছিলোন। এ সময় তাকে ফোনে ডেকে নিয়ে তাজমহল পিরামিডের এলাকায়। সেখানে গেলে আগে থেকে উৎপেতে থাকা দুর্বৃত্তরা তাদের উপর হামলা চালিয়ে তাদের পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক আহত করে সাদুর হাতের রগ কেটে পালিয়ে যায়। পরে তাদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন উদ্ধার করে ঢাকা মেডিকেলে প্রেরণ করে।
এ বিষয়ে জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুয়ায়ুন কবির ভুঁইয়া জানায়, সোমবার সন্ধায় তারা পরিষদে বসা ছিলেন কে বা কাহারা তাদের ফোনে ডেকে নিয়ে তাদেরকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক ভাবে আহত করেন খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। বর্তমানে তারা ঢাকা মেডিক্যাল চিকিৎসাধীন অবস্থায় আছেন। এসময় তিনি দু:খ প্রকাশ করে এ ঘটনায় সাথে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।









Discussion about this post