স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম নারাযণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলরদের সাথে মতবিনিময় করার সময় সেখানে কাউন্সিলর আব্দুল করিম বাবু ওরফে ডিস বাবু অস্ত্রসহ প্রবেশের চেষ্টা করে বলে জানা গেছে। এ সময় তাকে দায়িত্বরত পুরিশ সেখানে প্রবেশে বাধা দেয়া হয় এবং প্রবেশ করতে দেয়া হয় নাই ।
বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে নগরভবনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র এবং কাউন্সিলরদের সাথে মতবিনিময় সভায় ঘটে এ ঘটনা। তবে কাউন্সিলর আব্দুল করিম বাবুর অস্ত্রটি লাইসেন্স করা ।
নাসিকের একাধিক কর্মকর্তা ও কাউন্সিলরদের কেউ কেউ বলেন, কাউন্সিলর বাবু এ ধরনের কান্ডজ্ঞানহীন কর্মকান্ড করে আমাদের বিব্রত করেছেন। পুলিশ কাউন্সিলর বাবুকে নানাভাবে নাজেহাল করারও চেষ্টা করলে দায়িত্বশীল কর্মকর্তাদের হস্তক্ষেপে রক্ষা পান বাবু ।
এখানে প্রত্যক্ষদর্শী একাধিক সংবাদকর্মী জানান, কাউন্সিলর বাবু অস্ত্র প্রদর্শন না করলেও বহন করেছেন। সেটি এরকম সভায় শোভনীয় নয় বলে তাকে সভায় প্রবেশ করতে দেয়া হয়নি।
আইনশৃংখলা বহিনীর অনেকেই বলেন, বাবু বিগত সময়েও অনেক বিতর্কিত কর্মকান্ডের পর এবার মন্ত্রীর অনুষ্ঠানে অস্ত্র নিয়ে প্রবেশের চেষ্টাকালে পুলিশ তাতে বাধা দেয় এবং এমন কান্ডজ্ঞানহীন কর্মকান্ডের কারণ জানতে চান। পরে তার লাইসেন্স করা অস্ত্র নগরভবনের বাইরে তার গাড়ীতে রেখে অনুষ্ঠানে প্রবেশ করেন।









Discussion about this post