জনগণের আন্দোলনের ফলে এরশাদ সরকারের পতন হয়েছিল। একটা সময় আসবে যখন এদেশের মানুষ আর এগুলোকে গ্রহণ করবে না। আর সহ্য করবে না। দেয়ালে যখন পিঠ ঠেকে যাবে ঠিক তখনই প্রতিবাদ করবে, যেভাবে অতীতে প্রতিবাদ করেছে। আর ত্বকী হত্যার বিচার এখানে অবশ্যই থাকবে। বিচার না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকবো। ত্বকীর মতো আর কাউকে হারাতে চাই না।দেশে যে ধরনের অবস্থা এখন বিরজমান তাতে বিচারহীনতার সংস্কৃতি যেন জায়েজ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন মানবাধিকার কর্মী খুশি কবির।
শুক্রবার (১১ মার্চ) বিকেলে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন তিনি।
তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ৯ বছর উপলক্ষে পাঁচ দিনব্যপী কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশের আয়োজন করা হয়।
খুশি কবির বলেন, দেশের কোনো নাগরিক যেন বিচারহীনতার উদাহরণের নিয়ে যেতে না পারে। ত্বকী হত্যার বিচার হলে অন্য হত্যারও বিচার হবে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিশিষ্ট অর্থনীতিবিদ আনু মুহাম্মদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, নিহত ত্বকীর বাবা রফিউর রাব্বি, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব, কবি, সাংবাদিক হালিম আজাদ, সিপিবি’র জেলা সভাপতি হাফিজুল ইসলাম, বাসদ এর জেলা আহ্বায়ক নিখিল দাস, ন্যাপ জেলা সাধারণ সম্পাদক এড. আওলাদ হোসেন, গণসংহতি আন্দোলন জেলার নির্বাহী সমন্বয়ক অঞ্জন দাস, ওয়ার্কার্স পার্টি জেলা সভাপতি হাফিজুর রহমান, সামাজিক সংগঠন সমমনার সভাপতি সালাহউদ্দিন আহমেদসহ প্রমুখ।









Discussion about this post