সোনারগাঁও উপজেলার আনন্দবাজার সংলগ্ন এলাকা থেকে শনিবার (১২ মার্চ) আনুমানিক ৬ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল এবং চার হাজার পিস চায়না চাই জাল জব্দ করেছে কোস্টগার্ড সদস্যরা।
এসব জালের বাজার মূল্য অন্তত সাড়ে তিন কোটি টাকা। কোস্টগার্ডের পাগলা স্টেশনের সদস্যরা এই অভিযান চালায়।
কোস্টগার্ড সদর দপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত আনন্দবাজার সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। পাগলা স্টেশনের কমান্ডার লে. শামস সাদেকিন নির্নয়ের নেতৃত্বে এ অভিযানে ৫টি কারেন্ট জালের দোকান এবং একটি গুদাম ঘর তল্লাশি করে আনুমানিক ৬ লাখ মিটার নতুন কারেন্ট জাল এবং চার হাজার পিস চায়না চাই জাল জব্দ করা হয়।
অভিযানে নারায়ণগঞ্জ জেলা মৎস কর্মকর্তা আয়নাল হক ও সহকারী কমিশনার (ভূমি) সোনারগাঁও উপজেলার গোলাম মুস্তাফা মুন্না উপস্থিত ছিলেন।
কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আব্দুর রহমান জানান, জব্দ করা জালের বাজার মূল্য অন্তত তিন কোটি ৫০ লাখ টাকা। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা মৎস কর্মকর্তার উপস্থিতিতে জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।









Discussion about this post