সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, নারায়ণগঞ্জে অনেক ঘটনা ঘটছে, রাগ হওয়ার মতই ঘটনা। অনেকে আমাদের গালাগালি করছে। গালাগালি দেক, আমার পাপ কমবে তাদের পাপ বাড়বে। কিন্তু আমি বলতে চাই পাখি তো আকাশে ওড়ে। চামচিকা আকাশে সাই সাই উড়ে কিন্তু মানুষ তারে চামচিকাই বলে।
রোববার (১৩ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লার ধর্মগঞ্জে ইউনাইটেড ক্লাবের এক কর্মীসভায় একথা বলেন তিনি।
শামীম ওসমান বলেন, এখন নারায়ণগঞ্জের দুয়েকটা এলাকায় চামচিকা উড়ে বলে আমি পাখি আমি পাখিই। কিন্তু মানুষ তাদের পাখি বলে না। আমিও তাদের নিয়ে কথা বলতে চাই না। অনেক পাখি দেখতে কুচকুচে কালো। বাড়ির সামনে যখন ময়লা ফেললে তারা এসে কা কা কা কা করে। সে শব্দটা কিন্তু শুনতে ভাল লাগে না। তবে কাকের মত দেখতে কোকিল পাখিও দেখতে কালো। সে ডাকলে মনের মধ্যে মধু লাগে। আমাদের অন্যতম সৌন্দর্য হল কোকিল, ঘুঘুর ডাক। কাকের ডাকে কোকিলদের জবাব দেয়ার দরকার নেই। কাক যদি কোকিল হতে চায় এবং চামচিকা যদি পাখি হতে চায় আমার কিছু বলার নেই।
তিনি বলেন, রাজনীতিতে অনেকে আমাকে পছন্দ করেন না। এতে সমস্যা নেই, আমি বলি না আমি পারফেক্ট। আমরা দোষগুনে মানুষ। তবে অন্তত এ বয়সে এসে যদি সত্য না বলতে পারি তাহলে রাজনীতি করা উচিত না। আমি সবটা বলতে পারবো না, কারন আমি রাজনীতি করি। টেবিলের আলোচনা মাইকে করা যাবে না। তবে যতটুকু বলব সত্য বলা উচিত।
Discussion about this post