হেফাজত মামলার একজন আসামীর সাথে নাারয়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক এবং জেলায় দায়িত্বশীল পুলিশ সুপারকে যথাক্রমে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে যুক্ত করে নিমন্ত্রণ বিতরণের ঘটনায় ব্যাপক সমালোচনার সৃাষ্ট হয়েছে ।
আগামীকাল (১৫ মার্চ) মঙ্গলবার এমন নিমন্ত্রণ পত্র হাতে পেয়ে নাারয়ণগঞ্জের গণমাধ্যমকর্মীদের অনেকেই বলেছেন এই সুলতান মাহমুদ নারায়ণগঞ্জ শহরেও নানা প্রতারনার ফাঁদ পেতে চালিয়ে যাচ্ছে অপকর্ম।
এরই মধ্যে নারায়ণগঞ্জের দায়িত্বশীল এমন শীর্ষ কর্মকর্তাদের নিয়ে এমন নিমন্ত্রণপত্র বিতরণ কে ঘিরে সংবাদ প্রকাশ হওয়ায় নগরবাসীর মাঝে প্রশ্ন উঠেছে এরা আসলে কারা ?
নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় দেয়ালে দেয়ালে স্থাপন করা পত্রিকার পাতায় চোখ রেখে অনেকেই তীব্র সমালোচনা করে বলেছেন, কে এই সুলতান মাহমুদ ? কি তার পরিচয় ? জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন নামক সংগঠনের ভিত্তি ই বা কি ?
প্রকাশিত সংবাদের সূত্র থেকে জানা যায়, সোনারগাঁয়ে রিসোর্ট কান্ডে নারী নিয়ে কেলেংকারীর ঘটনায় হেফাজত ইসলামীর নেতা মামুনুল হকের ন্যাক্করজনক ঘটনার পর সন্ত্রাস বিরোধী আইনে ককটেল বিস্ফারণ, হত্যা ও দেশের সার্বভৌমত্ব বিপন্নের অভিযোগে দায়ের করা মামলায় এজাহারভূক্ত আসামী সূলতান মাহমুদ । সম্প্রতি তিনি ওই মামলায় জামিন নিয়ে নানা বিতকিত কর্মকান্ডে নিজেকে জড়ানোর পাশাপাশি জেলার শীর্ষ কর্মকর্তাদের নাম ব্যবহার করে বিতর্ক সৃষ্টির পায়তারা করছে ।
এমন নিমন্ত্রণপত্র নিয়ে পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম গণমাধ্যমকে বলেন, এই বিষয়টি নিয়ে তিনি অবগত আছেন । এর আগেও একটি অনুষ্ঠানে সুলতান মাহমুদ তাকে নিমন্ত্রণ করেছিলো । কিন্তু তিনি যান নাই । সূলতান মাহমুদের সন্ত্রাস বিরোধী মামলা ছাড়াও তার বিরুদ্ধে নানা তথ্য রয়েছে ।
এমন অনুষ্ঠানের বিষয়ে রাস্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) গণমাধ্যমকে বলেছেন, বিষয়টি নিয়ে তিনি জেলা ও দায়রা জজ মহোদয়ের সাথে কথা বলবেন ।









Discussion about this post