একদিকে সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জের জেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে আন্তর্জতিক নারী দিবসের নানা অনুষ্ঠান চলছিলো ঠিক তেমন সময়ে নারায়ণগঞ্জ সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছাত্রী আফসানা (১৬) (ছদ্মনাম) কে অপহরণ করে দুই দিন জিম্মি রেখে নানাভাবে নির্যাতনের ঘটনা ঘটায় পঞ্চাশোর্ধ বয়সী কোচিং সেন্টারের লম্পট শিক্ষক ফিরোজ শাহ জুয়েল।
অপহরণের দুই দিন পর ৮ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ আদালত প্রঙ্গণ থেকে প্রথমে সদর থানা পুলিশ আফসানা (১৬) (ছদ্মনাম) কে উদ্ধার করে । পরবর্তীতে কোচিং সেন্টারের লম্পট শিক্ষক ফিরোজ শাহ জুয়েলকে গ্রেফতার করে ফতুল্রা থানা পুলিশের কাছে হস্তান্তর করে ।
এমন ঘটনায় নানা নাটকীয়তার পর ফতুল্লা থানা পুলিশ (৯ মার্চ) বুধবার আসামী জুয়েলকে আদালতে পাঠালে বিজ্ঞ বিচারক ভিকটিম আফসানা (১৬) (ছদ্মনাম) এর ২২ ধারা জবানবন্দি গ্রহণ ও আসামী ফিরোজ শাহ জুয়েলকে কারাগারে পাঠায় একই সাথে জেলা ও দায়রা জজ আদালত শিক্ষার্থীকে শিশু বিবেচনা করে তার বাবার জিম্মায় ২০ হাজার টাকার বন্ডে হস্তান্তর করেন ।
সোমবার (১৪ মার্চ) এমন ঘটনার পর আাসমী কোচিং সেন্টারের শিক্ষক ফিরোজ শাহ জুয়েলের কাছ থেকে সকল তথ্য উদঘাটন ও স্কুল ছাত্রী অপহরণের সাথে জড়িতদের নাম ঠিকানা জানতে ফতুল্রা থানা পুলিশ ৫ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে প্রতিবেদন দাখিল করে ।
আগামীকাল (১৫ মার্চ) মঙ্গলবার আসামী কোচিং সেন্টারের শিক্ষক ফিরোজ শাহ জুয়েলের রিমান্ড শুনানী ধার্য করা হয়েছে বলে জানান কোর্ট ইন্সপেক্টর আসাদুজ্জামান ।









Discussion about this post