নারায়ণগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফজলুল হক রুমন রেজা পিএইচ.ডি ডিগ্রি লাভ করেছেন।
তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিভাগের অধ্যাপক ড. খালেদ হোসাইনের তত্ত্বাবধানে ‘বাংলাদেশের ছড়াসাহিত্য (১৯৭১-২০০০) অভিসন্দর্ভের জন্য এই ডিগ্রি লাভ করেছেন।
তার এই পিএই.ডি’তে পরীক্ষক হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রফিকউল্লাহ খান ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সফিকুন্নবী সামাদী পিএইচ.ডি. ডি.লিট।
রুমন রেজা বর্তমানে নারায়ণগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।
একই সাথে তিনি নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি।
রুমন রেজা দীর্ঘ ১৮ বছর দৈনিক জনকন্ঠে (১৯৯৭-২০১৫) নারায়ণগঞ্জে স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করেছেন। এছাড়া কাজ করেছেন আজকের কাগজ ও বাংলাবাজার পত্রিকায়ও।
বর্তমানে তিনি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আই ও বাংলাদেশ বেতারের সঙ্গে যুক্ত রয়েছেন।
রুমন রেজার উত্তরোত্তর উন্নতি কামনা করছে নারায়ণগঞ্জের সকল শ্রেণী পেশার মানুষ ।









Discussion about this post