দেশে নেওয়ার প্রলোভন দেখিয়ে রূপগঞ্জের (১৮) বছরের তরুণী গার্মেন্টকর্মীকে মোবাইল ফোনে ডেকে এনে দলবেঁধে ধর্ষণ করে নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে ।
জানা গেছে, বরগুনা সদর থানার ৩নং ওয়ার্ডস্থ পূর্ব গদিপিঠা এলাকার ১৮ বছরের তরুণী রূপগঞ্জ থানার বরপা শান্তিনগর এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে বরপা ডিজনি সুয়েটার গার্মেন্টে দীর্ঘদিন ধরে সেলাই কাজ করে। পারিবারিক ও অভাব অনটনের কারণে গার্মেন্টকর্মী তরুণী বিদেশ যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করলে ওই সময় তারই আরেক সহকর্মীর মাধ্যমে বন্দর থানার বারপাড়াস্থ শাসনেরবাগ এলাকার মৃত আম্বি মেম্বারের ছেলে আদম বেপারী হাজী রহিম বাদশার সাথে পরিচয় হয়।
ওই পরিচয় সূত্র ধরে লম্পট আদম বেপারী হাজী রহিম বাদশা গত ১৩ মার্চ রোববার বিকেলে বিদেশ নেওয়ার প্রলোভন দেখিয়ে ৩০ হাজার টাকা নিয়ে তার বাড়িতে আসতে বলে। ভুক্তভোগী গার্মেন্টকর্মী তরুণী আদম বেপারী কথা মতে গত ১৪ মার্চ সোমবার সকাল সাড়ে ৯টায় তার নিজবাড়ী বারপাড়াস্থ শাসনেরবাগ এলাকায় আসে।
ওই সময় ওই গার্মেন্টকর্মী ও আদম বেপারী সাথে কথা বিনিময় হওয়ার সময় হঠাৎ অজ্ঞাত নামা ব্যাক্তি আদম বেপারী বাড়িতে এসে হাজির হয়। বিদেশ নেওয়ার বিষয়ে কথা বলার সময় কুপ্রস্তাব দেয়। রাজি না হওয়ায় অজ্ঞাত ব্যক্তি ও আদম বেপারী হাজী রহিম বাদশা মিলে গার্মেন্টকর্মীকে ধর্ষণ করে তার সাথে থাকা ৩০ হাজার টাকার মধ্যে ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে ঘর থেকে বের করে দেয়।
পুলিশ ধর্ষিতাকে উদ্ধার করে ডাক্তারি পরিক্ষা শেষে বুধবার দুপুরে ২২ ধারায় আদালতে প্রেরণ করেছে।
এ ব্যাপারে বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা গণমাধ্যমকে জানান, গণধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। মামলার তদন্তকারি কর্মকর্তা ধর্ষনের মামলার আসামীদের গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছে।









Discussion about this post