নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে লঞ্চডুবির ঘটনায় যাত্রীদের নিরাপত্তার স্বার্থে নারায়ণগঞ্জ থেকে মুন্সীগঞ্জে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
সোমবার সকাল ১১টার দিকে বিআইডব্লিউটিএ নদী বন্দরের যুগ্ম পরিচালক শেখ মাসুদ কামাল সাংবাদিকদের কে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সোমবার সকাল থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত নারায়ণগঞ্জ থেকে মুন্সীগঞ্জে লঞ্চ চলাচল বন্ধ থাকবে।
এর আগে রোববার দুপুরে নারায়ণগঞ্জে শীতলক্ষ্যায় কার্গো জাহাজের ধাক্কায় এমভি আশরাফ উদ্দিন নামে মুন্সীগঞ্জগামী একটি লঞ্চ ডুবে যায়। চর সৈয়দপুরের আল আমিননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ৭০ জন যাত্রী নিয়ে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় লঞ্চ টার্মিনাল থেকে মুন্সীগঞ্জ যাচ্ছিল এমভি আশরাফ উদ্দিন। কিন্তু পথে এমভি রূপসী-৯ নামে একটি কার্গোবাহী জাহাজ লঞ্চটিকে ধাক্কা দেয়। এতে লঞ্চটি মুহূর্তের মধ্যেই ডুবে যায়।









Discussion about this post