ভোরের আলো ফুটে উঠার আগে থেকেই ব্যস্ততম নগরীতে অনেকেই প্রাতঃভ্রমনের জন্য ঘর থেকেই বের হলেই নানা বিরম্বনায় পরতে হচ্ছে প্রতিনিয়তঃ। সবচাইতে বড় ভয়ংকর বিষয় হলো ভোরে আলো ফুটে উঠার আগেই নগরীতে প্রায় শতাধিক ছিনতাইকারী কেউ ছুরি, কেউ ধারারো চাকু, কেউ বা ব্লেড, কেউ বা ধারারো কাটার আবার কোন কোন ছিনতাইকারীর হাতে অজ্ঞান করার ওষুধ দিয়ে সর্বস্ব লুট করে নেয়ার ঘটনা প্রায় প্রতিদিনের ।
এমনই এক ছিনতাইয়ের ঘটনা ঘটাতে গিয়ে নগরীর বঙ্গবন্ধু সড়কের আলম কেবিনের (রেস্তোরা) সামনের ফুটপাতে একজন অজ্ঞাতনামা ব্যবসায়ীকে ধারারো ছুরি ঠেকিয়ে ছিনতাইকালে গণধোলাইয়ের শিকার হয় ছিনতাইকারী । কাকাডাকা ভোরেই ধারালো ছোড়াসহ এমন ছিনতাইকারীকে হাতেনাতে ধরতে পেরে যারপরনাই গণপিটুনী দিয়ে নগ্ন করে হাত পা বেধে ফেলে বিক্ষদ্ধরা।
ঘটনাটি ঘটে সোমবার ২১ মার্চ ভোরে ।
গণপিটুনীতে অংশ নেয়া এবং ছিনতাইকারীর শিকার কাউকে পাওয়া না গেলেও প্রত্যক্ষদর্শী অনেকেই বলেন, ভোর থেকেই অনেক পথচারীকেই ছুরি দিয়ে আটক করার চেষ্টা করে আসছিলো এই ছিনতাইকারী। চাষাড়া ও ২নং রেল গেইটে থাকা পুলিশকে এমন ছিনতাইকারীর তথ্য জানানোর পরেও পুলিশ না আসায় পাবলিকরাই এই ছিনতাইকারীকে আটকের পর পিটিয়ে নগ্ন করে বেধে রাখে । এমন দৃশ্য অনেকেই মোবাইল ফোনে ধারণ করতে গেলে যারা গণপিটুনী দিয়েছে তারা সকলেই সটকে পরেন ।
অনেকেই আরো বলেন, গত কয়েকদিন যাবৎ এই ছিনতাইকারীকে অনেকই দেখে আসছেন । ভয়ে কেউ কিছু বলতে পারে নাই । কারণ এই শহরের ছিনতাইকারীরা ছড়িয়ে ছিটিয়ে থাকে এবং সুযোগ বুঝেই ছিনতাই করে । আর এই লোক ধারালো ছুরি হাতে ছিনতাইও করে আবার লোকজন এগিয়ে এলে পাগলের অভিনয়ও করে ।
এরপর ৯৯৯ এ ফোন দিলে সকাল সাড়ে ৭ টায় সদর থানার পুলিশ এসে এই ছিনতাইকারীকে গুরুতর আহত ও নগ্ন অবস্থায় উদ্ধার করে নিয়ে যায় ।
এ সময় পুলিশ ও গণমাধ্যমকর্মীদের কাছে গণপিটুনীর শিকার গুরুতর আহত ব্যক্তি নিজেকে আশরাফ উদ্দিন বলে জানায়। এবং সে নিজেকে নগরীর প্রয়াত এক সংসদ সদস্যের পুত্রের খালাতো ভাই বলে জানায়।
সদর থানা পুলিশের সদস্যরাও বলেন, গত রোববার সন্ধ্যয় এই লোক থানার গেইট ধরে ধাক্কাধাক্কিও করেছে।









Discussion about this post