নারায়ণগঞ্জের বন্দরে নবম শ্রেণির এক ছাত্রীকে (১৪) যৌন হয়রানির অভিযোগে প্রাইভেট শিক্ষককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী।
শুক্রবার (২৫ মার্চ) সকালে বন্দরের ফরাজিকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
বন্দর থানার এসআই আবুল বাশার জানান, বন্দর গার্লস স্কুলের নবম শ্রেণির এক শিক্ষার্থীকে বন্দরের ফরাজিকান্দা এলাকার শাহ আলমের ছেলে মো. হাসান শিপলু প্রাইভেট পড়ান। শুক্রবার সকাল সাড়ে ৭টায় ওই ছাত্রী শিপলুর বাসায় প্রাইভেট পড়তে যায়। এ সময় শিপলু তাকে ধর্ষণের চেষ্টা করে। ছাত্রীটি প্রাইভেট শিক্ষকের বাসা থেকে বের হয়ে এলাকাবাসীকে বিষয়টি জানায়। পরে স্থানীয় জনতা শিপলুকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন।
বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।









Discussion about this post