নারায়ণগঞ্জের রূপগঞ্জে চায়না-বাংলা সিরামিক ইন্ডাস্ট্রিজ নামক একটি টাইলস তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুর দেড়টার দিকে কারখানাটির একটি ভবনে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট টানা ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ কারখানার ভেতরে আগুল লেগে যায়। মুহুর্তের মধ্যেই আগুনের ভয়াবহতা কারখানার কয়েকটি অংশে ছড়িয়ে পড়ে। পরে কারখানার ভেতরে থাকা শ্রমিকরা বাইরে বের হয়ে আগুন নেভানোর চেষ্টা চালায়। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় এক ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক তানহারুল ইসলাম জানান, কারখানার পেছনের একটি টিনশেড ভবনে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনায় কোনো হতাহত হয়নি। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।









Discussion about this post