ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার সস্তাপুরের রূপসী নামে একটি রপ্তানীমুখী পোষাক কারখানার প্রায় এক হাজার শ্রমিক বেতন ভাতার দাবীতে লিংক রোড অবরোধ করে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে লিংক রোডে শিবু মার্কেট এলাকায় এ অবরোধ চলছে। প্রায় দেড় ঘণ্টার সড়ক অবরোধে দীর্ঘ যানজটে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। পুরো নগরীতে থমকে যায় যানবাহন ।
এমন ঘটনায় শ্রমিকরা জানান, ফতুল্লার লামাপাড়া এলাকায় অবস্থিত রূপসী গার্মেন্টসে প্রায় চার হাজার শ্রমিক কাজ করেন। এ শ্রমিকদের মধ্যে কেউ তিন মাসের আবার কেউ দুই মাসের বেতন বকেয়া।
শ্রমিকদের দাবি, মালিকপক্ষ তাদের এক মাসের বেতন আটকালে বসবাসে খাওয়া-দাওয়ায় মারাত্মক সমস্যায় পড়তে হয়। এর মধ্যে মালিকপক্ষ কয়েক মাস যাবত বেতন ভাতা দেয় না। এতে শ্রমিকদের নানা সমস্যায় পড়েও কারখানায় কাজ করতে হয়। আর সমস্যার বিষয়টি মালিকপক্ষকে বারবার জানিয়েও ব্যর্থ হয়ে বিক্ষোভ করতে শ্রমিকরা বাধ্য হয়েছেন।
ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, শিল্পপুলিশের সমন্ব্য় পুলিশ বিক্ষোভরত শ্রমিকদের শান্ত করে মালিকপক্ষের সঙ্গে আলোচনায় বসানোর চেষ্টা করছে । পরিস্থিতি নিয়ন্ত্রণ আনা হয়েছে । যানবাহন চলাচল হচ্ছে স্বাভাবিক গতিতে ।









Discussion about this post