রূপগঞ্জের লিলি কেমিক্যাল ফ্যাক্টরিতে আগুনের ঘটনায় মো. মুজাহিদ শাহ (২৩) নামে আরও একজনের মৃত্যু হয়েছে।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাড়ালো দুই জনে।
শনিবার (২ এপ্রিল) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
মঙ্গলবার (২৯ মার্চ) রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জের লিলি কেমিক্যাল ফ্যাক্টরিতে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় নয়জনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে এলে তাদের ভর্তি করা হয়।
আইউব হোসেন জানান, নারায়ণগঞ্জের রুপগঞ্জের লিলি কেমিক্যাল ফ্যাক্টরিতে আগুনে দগ্ধ হওয়া নয়জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর সাড়ে চারটার দিকে মো. মুজাহিদ শাহ (২৩) নামে একজন মারা যান। তার শরীরে ৮৫ শতাংশ দগ্ধ ছিল।
তিনি জানান, এর আগে মো. আকালু (৩৫) নামে আরও একজন মারা যান। এ ঘটনায় আরও ৭ জন চিকিৎসাধীন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান এ চিকিৎসক।
নিহতের ভাতিজা মো. ফাহাদ জানান, নিহতের বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর থানার হামিদপুর গ্রামে। বর্তমানে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় থাকতেন। দুই ভাইয়ের মধ্যে সে ছিল বড়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে ।









Discussion about this post