ডা. সেলিনা হায়াত আইভী বলেছেন, মহান আল্লাহ তা’আলা চেয়েছেন বলেই আমি মেয়র নির্বাচিত হয়েছি। তিনি না চাইলে আপনারা যতই আমাকে ভোট দেন না কেনো আমি টানা তিনবার মেয়র হতে পারতাম না। নেতৃত্ব দেওয়ার মালিক একমাত্র আল্লাহ।
শনিবার (২ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলের শান্তিনগর ক্যানেলপাড় এলাকায় এক গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আইভী বলেন, ‘আমি উন্নয়ন কাজ করে যাবো। তাতে কেউ বাধা দিতে আসলে আমি রুখে দাঁড়াবো৷ আমি কাউকে ডিস্টার্ব করি না, কেউ যেন আমাকে ডিস্টার্ব না করে। কারণ কে কী করলো সেটা নিয়ে আমার মাথা ব্যাথা নাই। হালুয়া রুটির ভাগাভাগি আমি করি না। আমি বিসিকেও চাঁদাবাজি করি না, ইপিজেডও দখল করি না। আমার চাঁদাবাজি বা সন্ত্রাসী করার অভ্যাস নাই। আমার সার্বক্ষণিক কাজ মানুষের সেবা করা।’
মেয়র আইভী বলেন, এতদিন অনেকেই আমাকে একটা দলের লোক বলতো কিন্তু আজ এই প্রোগ্রামে এসে বুঝলাম আমি সবার লোক। আমার বাবা আলী আহমেদ চুনকা ছিলেন আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী। জোহা কাকার (শামীম ওসমানের বাবা) সাথে আমার বাবার অনেক ভালো সম্পর্ক ছিলো। নারায়ণগঞ্জের আওয়ামী লীগে আমার বাবার অবদানের কথা আপনারা বলেছেন। কিন্তু একটি নির্দিষ্ট গোষ্ঠী আমার বাবাকে রাজাকার বানাতে চায়। আমাদের সবাইকে এ বিষয়ে সজাগ থাকতে হবে।
তিনি বলেন, সিটি কর্পোরেশনে যারা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন সবাই জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন। তাই আপনারা শুধু জনগণের নিকট দায়বদ্ধ থাকবেন। অন্য কারো কাছে না। সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন কাকা খেলার মাঠের অভাবের কথা বললেন। সিদ্ধিরগঞ্জে সরকারি খাস জায়গার অনেক অভাব রয়েছে, তাই খেলার মাঠ বানাতে আমাদের সমস্যা হচ্ছে। আমরা চেষ্টা করছি প্রত্যেকটি ওয়ার্ডে বেশি করে খেলার মাঠ তৈরী করার। সেজন্য আপনাদেরও সহযোগিতা চাই।
নাসিক ৮ নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লার সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল কাদির, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন মিয়া, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর নুর উদ্দীন মিয়া,৭ নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান রিপন, ১০ নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন, ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর মাকসুদা মোজাফফর, ১০, ১১ ও ১২ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর মিনুয়ারা মিনুসহ প্রমুখ।









Discussion about this post