নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজের ছেলেকে ছুরিকাঘাত করা হয়েছে। তাকে গুরুতর অবস্থায় নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৩ এপ্রিল রোববার রাত ৯টায় শহরের জামতলা এলাকায় কেন্দ্রীয় ঈদগাহের সামনে ওই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ রাত পৌনে ১২টায় একই এলাকা থেকে অভিযুক্ত এক কিশোরকে আটক করেছে।
আহতের নাম আহমেদ অনন্ত শাহ (১৬)। সে নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের দশম শ্রেনির ছাত্র।
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সেক্রেটারী শরীফ উদ্দিন সবুজ বলেন, ‘স্কুলের এক স্যার অসুস্থ হওয়ায় হাসপাতাল থেকে চিকিৎসা শেষে অ্যাম্বুলেন্সে বাসায় দিয়ে নিজ বাসায় আসছিল অনন্ত। এসময় রাস্তায় কিছু বখাটে ছেলে তাকে ডেকে নিয়ে মারধর করে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যায়।’
তিনি বলেন, কি নিয়ে এ ঘটনা এখনও পর্যন্ত কিছু জানি না। বিস্তারিত পরে জানানো হবে।’
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ন কবির বলেন, ‘বন্ধুদের মধ্যে তর্কবির্তকের জের ধরে কয়েকজন কিশোর অনন্তকে ছুরিকঘাত করে। খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে এক কিশোরকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’








Discussion about this post