সোনারগাঁ থানা এলাকায় ৩ এপ্রিল দিনগত গভীর রাতে মাদক বিরোধী পৃথক অভিযান পরিচালনা করে ২ জন মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে গ্রেফতার করেছে র্যাব-১১ এর একটি টিম।
গ্রেফতারকৃতরা হলো, মোঃ অপু হোসেন (২৮) এবং মোঃ লিয়াকত আলী ওরফে রেকত (৩০)।
উক্ত পৃথক অভিযানে গ্রেফতারকৃত আসামী মোঃ অপু হোসেন এর হেফাজত হতে ৪৭ কেজি গাঁজা ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি প্রাইভেটকার জব্দ করা হয় এবং গ্রেফতারকৃত অপর আসামী মোঃ লিয়াকত আলী ওরফে রেকত এর হেফাজত হতে ১৫১ বোতল ফেনসিডিল ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।
৪ এপ্রিল বিকেলে র্যাব-১১ এর মিডিয়া অফিসার এএসপি রিজওয়ান সাঈদ জিকু প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মোঃ অপু হোসেন গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ সদর থানাধীন গোবরা এলাকার মোঃ শেখ কেরামত আলীর ছেলে। সে মাদক পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ প্রাইভেটকারযোগে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা পরিবহন করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।
এছাড়া গ্রেফতারকৃত অপর আসামী মোঃ লিয়াকত আলী ওরফে রেকত নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার আইয়াব এলাকার মৃত রমজান আলীর ছেলে। সে দীর্ঘদিন যাবৎ তার ব্যবহৃত মোটর সাইকেলযোগে নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল পরিবহন করে নিয়ে এসে নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।









Discussion about this post