না ফেরার দেশে চলে গেলেন নারায়ণগঞ্জের আলোচিত মুখ মুক্তিযোদ্ধা সংগঠক, রাজনৈতিক সামাজিক অঙ্গনের অভিভাবক ভাষা সৈনিক এম এ আসগর । (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
রাজধানীর শেরেবাংলা নগরস্থ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট (এনআইসিবিডি) হাসপাতালে চিকিসাধীন অবস্থায় আজ মঙ্গলবার ভোর ৫টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । গত শুক্রবার হৃদরোগের কারণে চিকিৎসকদের পরামর্শ অনুযাযী ঢাকায় ভতি করা হয় ।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কনিষ্ট পুত্র আলী আকরাম তারেক ।
আজ মঙ্গলবার বাদ জোহর নারায়ণগঞ্জ সিটি করেপোরেশন এলাকার বন্দর থানার সোনাকান্দা জামে মসজিদে নামাজে জানাযা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্র থেকে জানানো হয়েছে ।
ভাষা সৈনিক এম এ আসগর সোনাকান্দা প্রাইমারী স্কুলের প্রতিষ্টাতা সভাপতি ছাড়াও নারায়ণগঞ্জ মুদ্রণ শিল্পী সমিতির সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। শহরের শহীদ সোহরাওয়ার্দী সড়কের (চেম্বার রোড) এলাকার আজগর সুপার মাকেটের কর্ণধার এবং আজগর প্রিন্টিং প্রেসের মানলক ছিলেন । মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন ।









Discussion about this post